• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কুমিল্লায় কৃষি ব্যাংকে ভল্ট ভেঙ্গে ১১ লাখ টাকা চুরির ঘটনায় মামলা

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

কুমিল্লায় কৃষি ব্যাংকে ভল্ট ভেঙ্গে ১১ লাখ টাকা চুরির ঘটনায় মামলা

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ ডিসেম্বর ২০১৯

কুমিল্লায় কৃষি ব্যাংকে ভল্ট ভেঙ্গে ১১ লাখ টাকা চুরি ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং গার্ডের দায়িত্ব অবহেলার কারণেই এমন ঘটনা ঘটেছে। রাতে গার্ড দায়িত্ব পালন না করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন এবং ব্যাংকে সিসি ক্যামরার ব্যবস্থাও ছিল না। এ সুযোগে চোরের দল জানালার গ্রিল কেটে ভল্টের তালা ভেঙ্গে ওই টাকা চুরি করে।

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলার ২নং উজিরপুর ইউনিয়নের কৃষি ব্যাংক মিয়াবাজার শাখায় টাকা চুরির ঘটনায় বুধবার বিকেলে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছে ব্যাংকের ব্যবস্থাপক (ম্যানেজার) সাকিব সালেহীন।

এদিকে চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান,মঙ্গলবার দিবাগত রাতে চৌদ্দগ্রাম উপজেলার ২নং উজিরপুর ইউনিয়নের কৃষি ব্যাংক মিয়াবাজার শাখায় টাকা চুরি ঘটনায় অজ্ঞাত ব্যাক্তিদের আসামি করে একটি মামলা হয়েছে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের দুই গার্ড ও এক পিয়নসহ ৩ জনকে আটক করা হলেও পিয়নকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকী দুই গার্ড পুলিশের হেফাজতে রয়েছে। ব্যাংক চুরির ঘটনায় জড়িত আসামিদের আইনে আওতায় আনতে আমরা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি।  

ব্যাংকের শাখা ব্যবস্থাপক সাকিব সালেহীন জানান, ১১ লাখ ১৫ হাজার টাকা চুরির ঘটনায় অজ্ঞাত ব্যাক্তিদের আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করেছি। ঘটে যাওয়া চুরির ঘটনার পর পুলিশসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এসে পরিদর্শন এবং তদন্ত করছেন বিষয়টি।

তিনি জানান, মঙ্গলবার ব্যাংকের কর্ম দিবস শেষে গার্ড শাহজাহানকে রেখে কর্মস্থাল ত্যাগ করেন তিনি, রাত আটটার পর থেকে ব্যাংকটির পাহাড়ার দায়িত্ব ছিলো গার্ড মো. সেলিম নামে আরেক গার্ডের ওপর। বুধবার সকালে জানতে পারেন ব্যাংকের উত্তরদিকের জানালা কেটে ও ব্যাংকের ভল্টের তালা ভেঙ্গে টাকা চুরি হয়েছে।

ওই রাতে পাহারর দায়িত্বে থাকা পিমা লিমিটেডের গার্ড সেলিম (৪৯) প্রথমে স্বীকার না করলেও পরে জানান, তিনি হার্টের রোগী। শারীরিক অসুস্থাতার কারনে রাত ১০টার পর বাড়িতে চলে যাই। তারপর গভীর রাতে কোনো এক সময় জানালা কেটে ভিতরে প্রবেশ করে ভল্টের তালা ভেঙ্গে ১১ লাখ ১৫ হাজার ২১৫ টাকা চুরি করে নিয়ে যায়।

তিনি আরও জানান, ব্যাংকের শাখায় সিসি ক্যামরার ব্যবস্থা ছিল না। প্রয়োজনীয়তা অনুভব করে শাখা সিসি ক্যামরার আওতায় আনার জন্য পূর্বে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একাধিকবার লিখিত দিয়েছি। নিরাপত্তার স্বার্থে জেলা পুলিশ সুপারের দেওয়া কাগজ সংযুক্ত করেও সিসি ক্যামরার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাবর লিখেছি। কিন্তু তারপরও সিসি ক্যামরার ব্যবস্থা নেয়নি।  

এবিষয়ে কৃষিব্যাংক কুমিল্লা অঞ্চলের জিএম মোঃ আমিনুল বাহার বলেন, কুমিল্লায় যোগদান করেছি বেশি দিন হয়নি। সিসি ক্যামরার জন্য ব্যাংকের শাখা ব্যবস্থাপক একাধিকবার লিখেছেন শুনেছি। আমি মিয়ার বাজার শাখাসহ জেলার সবগুলো কৃষি ব্যাংকের শাখায় সিসি ক্যামরা স্থাপনের জন্য কাজ করবো।

তিনি বলেন, ব্যাংক থেকে ভল্টের তালা ভেঙ্গে ১১লাখ ১৫ হাজার ২১৫টাকা চুরি দায়িত্বে অবহেলার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ব্যাংটিতে ৬জন কর্মকর্তা ১জন কর্মচারী ও ২জন গার্ড কর্মরত আছেন। দুই গার্ড এখনও পুলিশের কাস্টডিতে রয়েছেন।

এছাড়াও চলতি বছরের মে মাসে কুমিল্লার দেবিদ্বারে রাতে কৃষি ব্যাংকের জানালার গ্রিল কেটে ব্যাংকে প্রবেশ করে ভল্ট ভেঙে প্রায় ৫ লাখ টাকা লুট করে নিরাপদে চলে যায়। ঘটনাটি ঘটে দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী আলিয়া কামিল মাদ্রাসা কৃষি ব্যাংক শাখায়। এখন পর্যন্ত ওই ঘটনায় কোন আমাসি আটক বা চুরি হওয়া টাকা উদ্ধার হয়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads