• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
টেকনাফে বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

প্রতীকী ছবি

অপরাধ

টেকনাফে বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

  • টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশিত ১০ ডিসেম্বর ২০১৯

টেকনাফে বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক যুবক নিহত হয়েছেন।

নিহত যুবকের নাম ইমাম হোসেন (২৫)। সে হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া এলাকার আব্দুস সালামের ছেলে।

মঙ্গলবার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা নাফ নদসংলগ্ন কেওড়া বাগান এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে

টেকনাফ ব্যাটালিয়ান (বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান বলেন, মঙ্গলবার ভোর রাতে দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ জাদিমোড়া এলাকায় নাফ নদী দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে বলে জানতে পারে বিজিব। এমন খবরে টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) এর একটি টহলদল ওই এলাকায় অবস্থান নেয়। টহলদল দূর হতে এক ব্যক্তিকে নদীর পাড়ে কেওড়া বাগানে ঘুরাঘুরি করতে দেখে এবং কিছু সময় পর কয়েকজন লোককে মিয়ানমারের লালদ্বীপ থেকে নৌকা নিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। নৌকাটি নদীর কিনারায় আসার সাথে সাথে উল্লেখিত ব্যক্তি নৌকার দিকে এগিয়ে যায় এবং টহলদল তাদের চ্যালেঞ্জ করলে বিজিবি’র উপস্থিতি লক্ষ্য করা মাত্রই উল্লেখিত ব্যক্তি এবং নৌকায় আরোহী সশস্ত্র ইয়াবা পাচারকারীরা অতর্কিতভাবে গুলিবর্ষণ করতে থাকে। ফলে দুই বিজিবি সদস্য আহত হয়। এ সময় বিজিবি’র টহলদলটি সরকারী সম্পদ ও নিজেদের জানমাল রক্ষার্থে কৌশলগত অবস্থান নিয়ে পাল্টা গুলি বর্ষণ করে। উভয় পক্ষের মধ্যে প্রায় ৭-৮ মিনিট গুলি বিনিময় হয়। এরপর নৌকায় আরোহী ইয়াবা পাচারকারীরা গুলি করতে করতে কেওড়া বাগানের ভিতরের খাল দিয়ে নৌকা সহকারে দ্রুত পালিয়ে যায়। গোলাগুলির শব্দ থামার পর টহলদলের সদস্যরা ওই এলাকা তল্লাশি করে নাফ নদীর পাড়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পরে থাকতে দেখে। গুরুত্বর আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরি চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি বলেন, ঘটনাস্থল থেকে এক লক্ষ বিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি দেশীয় তৈরী বন্দুক, দুই রাউন্ড তাঁজা কার্তুজ এবং একটি ধারালো কিরিচ জব্দ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads