• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
নোয়াখালীর সুবর্ণচরে বাক্-প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় মামলা 

প্রতীকী ছবি

অপরাধ

নোয়াখালীর সুবর্ণচরে বাক্-প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় মামলা 

  • সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জানুয়ারি ২০২০

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে বাক ও মানষিক প্রতিবন্ধী এক শিশুকে (১১) ধর্ষণের ঘটনায় একমাত্র অভিযুক্ত রাকিব হোসেনকে (২২) আসামি করে মামলা করা হয়েছে। ভুক্তভোগী ওই শিশু মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(ক)ধারা মোতাবেক মামলার দায়ের করেন। শিশুটি খুবই সংটাপন্ন অবস্থায় আছেন বলেন জানিয়েছেন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসকরা।

ঘটনার পর থেকে অভিযুক্ত রাকিব হোসেন পলাতক রয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে মানসিক ও বাক প্রতিবন্ধী শিশুটিকে টাকা ও চকলেট নিয়ে দেওয়ার লোভ দেখিয়ে তাদের বাড়ীর সামনে থেকে নিজেরদের ঘরে ডেকে নিয়ে যায় রাকিব। প্রতিবন্ধী শিশুটির বাড়ী ও তার চাচা-জেঠাদের বাড়ী একই এলাকায় পাশাপাশি। রাবির সর্ম্পকে চাচাতো ভাই। কেউ না থাকার সুযোগে ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায় । পরে শিশুটি ঘর থেকে বের হয়ে ইশারা ইঙ্গিতের মাধ্যমে বিষয়টি পরিবারের লোকজনকে জানায়।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. ইব্রাহিম খলিল জানান, অভিযুক্ত রাকিবকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যহত আছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads