• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
আদমদীঘির অপহৃত স্কুল ছাত্রী সাভারে উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রতীকী ছবি

অপরাধ

আদমদীঘির অপহৃত স্কুল ছাত্রী সাভারে থেকে উদ্ধার, গ্রেপ্তার ৩

  • আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ ফেব্রুয়ারি ২০২০

বগুড়ার আদমদীঘির আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণের ৭দিন পর ঢাকার সাভার এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে তাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরনকারী সজিব কুমার মালী ও তার বাবা শ্যামল মালী, মা কিরন রাণী মালীকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, আদমদীঘি উপজেলা সদরের আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয়ের ওই এসএসসি পরীক্ষার্থীকে সজিব মালী নামের এক যুবক তাকে প্রেম নিবেদনসহ নানা ভাবে উক্ত্যক্ত করে আসছিল। এ ঘটনায় মেয়ের বাবা সজিবের পরিবারকে জানালে সে ক্ষিপ্ত হয়। এর জের ধরে গত ৩০ জানুয়ারী বিকেলে প্রাইভেট পড়ে বাড়ী ফেরার পথে আদমদীঘির সুরমা ক্লিনিকের গেটের সামনে থেকে একটি মাইক্রো যোগে জোরপূর্বক সজিব মালী তার সহযোগীরা মিলে ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে আদমদীঘি থানায় উপজেলার কুন্দগ্রামের শ্যামল মালীর ছেলে সজিব মালীসহ ৫  জনের বিরুদ্ধে একটি অপহরন মামলা দায়ের করেন। আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দীন জানান,পুলিশি অভিযান চালিয়ে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী সজিব মালীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুত্রবার দুপুরে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়া মেডিকেলে পাঠিয়েছে পুলিশ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads