• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
হিলিতে ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

ছবি: বাংলাদেশের খবর

অপরাধ

হিলিতে ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

  • হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ ফেব্রুয়ারি ২০২০

দিনাজপুরের হিলিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কহিদুল ইসলাম (৪২) নামে ১১ মামলার এক আসামি নিহত হয়েছে। এসময় ডাকাতের ছোড়া দেশীয় অস্ত্রের আঘাতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তারা দিনাজপুর পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  ঘটনাস্থল থেকে পাইপগান, গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোররাত চারটার দিকে হিলির আলিহাটের কাশিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কহিদুল ইসলাম হিলির ধাওয়া নশিপুর গ্রামের মৃত সালামত প্রধানের ছেলে। তার বিরুদ্ধে হিলিসহ আশপাশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, ছিনতাইসহ ১১টি মামলা ও ৯টি ওয়ারেন্ট রয়েছে বলে দাবি পুলিশের।

আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই  মাহে আলম ও কনস্টেবল ফজলুল হক। তারা পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামে বৃহস্পতিবার রাত ৩ টার দিকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে হাকিমপুর সার্কেলের এএসপি আখিউল ইসলাম ও হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ এর নেতৃত্ব পুলিশ কাশিয়াডাঙ্গায় ডাকাতদের ধরার চেষ্টা করলে ডাকাতদল পুলিশের উপর গুলি করে পালানোর চেষ্টা করে। এতে পুলিশের এসআই মাহে আলম ও কনষ্টবল ফজলুল হক গুলিবন্ধ হয়। পুলিশ পাল্টা ডাকাতের উপর গুলি করলে ডাকাত সর্দার কহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads