• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বাড়িতে জুয়ার আসর, ১৪ জুয়াড়ির দণ্ড

ছবি: বাংলাদেশের খবর

অপরাধ

বাড়িতে জুয়ার আসর, ১৪ জুয়াড়ির দণ্ড

  • বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ ফেব্রুয়ারি ২০২০

দিনাজপুরের বিরামপুরের একটি বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে ১৪ জুয়াড়িকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরে শুক্রবার সকালে পুলিশ তাদের দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।

থানার ওসি মো. মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার খিয়ার মামুদপুর গ্রামের মৃত আব্দুল কাদের এর ছেলে সুজন ইসলাম (২০), রমজান আলীর ছেলে শামিম হোসেন (২৫), মৃত আব্দুল জব্বারের ছেলে জুয়েল রানা (৩০) কসবা গ্রামের হাছিমুদ্দিন মন্ডল এর ছেলে দুলাল হোসেন (৩৮),আব্দুল জব্বারের ছেলে রবিউল ইসলাম (২৫), ,কাছিমুদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৪৮), কাজেম আলীর ছেলে আবুল কালাম (৪০), মোমিনুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (২৮), আ হামিদের ছেলে আনোয়ার হোসেন (৩০), শামসুদ্দিনের ছেলে মিরাজুল মন্ডল (৪৫), কফিল উদ্দিনের ছেলে আবুল কালাম (৫০), নাসির উদ্দিনের ছেলে রেজাউল হোসেন (২০), তমেজ উদ্দিনের ছেলে মাহবুর আলম (৪৮), ভাইগড় দক্ষিণ জগন্নাথপুর গ্রামের জোনাব আলীর ছেলে মেছের আলী (৪৫)।

ওসি মো. মনিরুজ্জামান মনির বলেন, উপজেলার কসবা সাগরপুর গ্রামে নুরুল ইসলামের বাড়িতে সপ্তাহে দুই দিন রোববার ও বৃহস্পতিবার রাতে জুয়ার আসর বসে। এমন খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে সেখান থেকে ১৪ জুয়াড়িকে আটক করা হয়। পরে, আটককৃতদের বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি ১৪ জুয়াড়িকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

এর আগে, গত ২১ ডিসেম্বর ওই এলাকার শিবপুর বাজারের একটি দোকানে জুয়া খেলার সময় ৬ জুয়াড়িকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ২দিনের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads