• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
সিরাজদিখানে ইয়াবা কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আটককৃত মাদক কারবারি সোহাগ শেখ (২৮) ও নোভা (২২) এবং রহমান (২৬)

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

সিরাজদিখানে ইয়াবা কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  • সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ ফেব্রুয়ারি ২০২০

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ শেখ (২৮) ও নোভা (২২) এবং রহমান (২৬) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ। এ সময় ওই তিন মাদক ব্যাবসায়ীর কাছ থেকে ৫০ পিছ ইয়াবা ট্যাবেলট জব্দ করে পুলিশ। 

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকাল অনুমান ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিনের নের্তৃত্বে উপজেলার মালখানগর ইউনিয়নের মালখানগর গ্রামের জনৈক আওলাদের বাড়ীর পশ্চিম পার্শ্বের কাঁচা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মাদক ব্যবসায়ী সোহাগ শেখ উপজেলার মালখানগর গ্রামের মৃত মঞ্জু শেখের ছেলে ও নোভা মাদক ব্যবসায়ী সোহাগ শেখের স্ত্রী এবং রহমান মোঃ বাবু’র (পালক) ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মালখানগর গ্রামে রহমানের সহযোগীতায় সোহাগ ও তার স্ত্রী মাদক ব্যাবসা পরিচালনা করে আসছিল। মাদক ব্যাবসায়ী সোহাগের বিরুদ্ধে সিরাজদিখান থানায় একাধীক মাদক মামলার রয়েছে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদউদ্দিন জানান, সোহাগ একাধীক মাদক মামলার আসামী। গোপন সংবাদের ভিত্তিতে সোহাগসহ তার স্ত্রী নোভা ও তাদের সহযোগী রহমানকে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তাদের তিনজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads