• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ফের সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, ১৭ রোহিঙ্গা আটক

ফাইল ছবি

অপরাধ

ফের সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, ১৭ রোহিঙ্গা আটক

  • টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি ২০২০

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফে শাপলাপুর বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে ১৭ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ । তারা সবাই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলী বলেন, ‘একটি মানব পাচার চক্র বাংলাদেশে বসবাসকারী কিছু রোহিঙ্গা নাগরিককে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য বাহারছড়া শাপলাপুর এলাকায় জমায়েত করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ১৭ জন নারী পুরুষ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৪ জন মহিলা ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ১৩৮ যাত্রী বহন করে সাগর পথে মালয়েশিয়া যাত্রাকালে পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে ২১ জন নিহত ও ৭৩ জন জীবত উদ্ধার করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads