• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

ছবি : সংগৃহীত

অপরাধ

মোবাইল ব্যাংকিং জালিয়াতি চক্রে শনাক্ত আরও ৫ জন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ মার্চ ২০২০

মোবাইল ব্যাংকিং জালিয়াত চক্রের আরও পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। এই পাঁচজন বিভিন্ন সময় প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানানো হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে টিকাটুলির র‌্যাব-৩ কার্যালয়ে গণমাধ্যমকে এ তথ‌্য জানান অধিনায়ক লেফট‌্যানেন্ট কর্নেল রাকিব হাসান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল ব‌্যাংকিং জালিয়াত চক্রের হোতা সোহেল রানাকে বৃহস্পতিবার রাতে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। এরপরই তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সোহেল জানিয়েছে ২০১৭ সাল থেকে তিনি মোবাইল ব্যাংকিং জালিয়াতির সঙ্গে জড়িত। তিনি একটি জালিয়াত চক্র গড়ে তোলেন।

তিনি আরও বলেন, এই চক্রটি জালিয়াতি করে বিপুল পরিমাণ টাকা বিভিন্ন ব্যাংক ও বুথ থেকে উত্তোলন করেছে। আর এ কাজে সহায়তা করেছে বিকাশ কিংবা বিভিন্ন মোবাইল ব্যাংকিং এজেন্টের লোকজন।

প্রতারণার শিকার ভুক্তভোগীরদের অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাব অভিযান চালায়। বাকিদের গ্রেপ্তারে এ অভিযান অব‌্যাহত থাকবে বলেও জানান র‌্যাব কর্মকর্তা লেফট‌্যানেন্ট কর্নেল রাকিব হাসান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads