• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
সাঁথিয়ায় বন্দুকযুদ্ধে  ডাকাতি ও হত্যা মামলার আসামি নিহত

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

সাঁথিয়ায় বন্দুকযুদ্ধে ডাকাতি ও হত্যা মামলার আসামি নিহত

  • রফিকুল ইসলাম সান, সাঁথিয়‍া (পাবনা)
  • প্রকাশিত ৩১ মার্চ ২০২০

পাবনার সাঁথিয়ায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি নিহত ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও মহাদেব হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

নিহতের নাম সরোয়ার হোসেন ওরফে সরো ওরফে শাহীন আলম ওরফে আশিক (৩৬)। তিনি উপজেলার পুন্ডুরিয়া গ্রামের হারুন অর রশিদ ওরফে হারুন ব্যাপারীর ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের শামুকজানি বাজারে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত গোপন বৈঠক করছে -এমন খবরে গত সোমবার রাত ২টার দিকে পাবনা ডিবি ও সাঁথিয়া থানা পুলিশ সেখানে যৌথ অভিযানে যায়।

আমাদের প্রতিনিধি রফিকুল ইসলাম সান জানান, ওই সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি ছুঁড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। কিছু সময় গুলিবর্ষণ চলার এক পর্যায়ে ডাকাতদল পিছু হটে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সরোয়ার হোসেন ওরফে আশিককে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশী বন্দুক, একটি কার্তুজ, একটি চাকু, এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের দু’জন সদস্য আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads