• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
নুসরাতের কবরে পিবিআইয়ের ভালোবাসা

সংগৃহীত ছবি

অপরাধ

নুসরাতের কবরে পিবিআইয়ের ভালোবাসা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ এপ্রিল ২০২০

ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হয়েছে। এদিনটিকে স্মরণে রেখেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। কবরে পুষ্পস্তবক অর্পণ করে দিনটিকে স্মরণ করেছে সংস্থাটি । আসামিদের শনাক্ত ও দ্রুতসময়ে গ্রেফতারের বিষয়ে অসামান্য অবদান রেখেছিল তারা। এ ঘটনার সাফল্য পিবিআইকে পরিচয় করিয়ে দিয়েছিল ভিন্ন মাত্রায়।

পুষ্পস্তবক অর্পণের সেই ছবিটি নিজের ফেইসবুক ওয়ালে পোস্ট করেছেন পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার। পোস্টে পিবিআইয়ের প্রশংসা করে মন্তব্য করেন প্রায় শতাধিক ফেসবুক ব্যবহারকারী। এসব মন্তব্যকারীরা ধন্যবাদ জানায় পিবিআইকে। বলেন, পিবিআইয়ের ভূমিকার কারণে সঠিক বিচার পেয়েছে নুসরাতের পরিবারটি।
covid

‘নুসরাতের জন্য ভালবাসা, পিবিআই’ লেখা সম্বলিত পুষ্পার্ঘটি দেখে পিবিআইয়ের প্রতি আবারো কৃতজ্ঞতা ও ভালােবাসা জানায় নুসরাতের এলাকা সোনাগাজীর মানুষ।

পিবিআইর অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, ডিআইজি ও পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদারে নির্দেশে সকালে ফেনী পিবিআই নুসরাতের কবরে পুষ্পস্তবক অর্পণ করে।

নুসরাত হত্যাকাণ্ডে আসামিদের গ্রেফতার ও শনাক্তের বিষয়ে পিবিআইয়ের ভূমিকার বিষয়ে নুসরাতের ভাই ও মামলার বাদী মাহমুদুল হাসান নোমান বলেন, পিবিআই অনেক গুরুত্বের সঙ্গে এ মামলার বিষয়ে কাজ করেছে। তাদের প্রচেষ্টার কারণে দ্রুততম সময়ে আসামিরা গ্রেফতার হয়েছে। যার ফলশ্রুতিতে খুব দ্রুততম সময়ে বিচারিক আদালতে আমরা সুবিচারও পেয়েছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads