• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
রায়পুরায় চাল কালোবাজারির দায়ে যুবলীগ নেতাসহ আটক ২

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

রায়পুরায় চাল কালোবাজারির দায়ে যুবলীগ নেতাসহ আটক ২

  • রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ এপ্রিল ২০২০

নরসিংদীর রায়পুরায় হতদরিদ্রের চাল কালোবাজারে বিক্রির দায়ে যুবলীগ নেতা মো. রফিকুল ইসলাম (৩৫) ও চাল ব্যবসায়ী মো. আব্দুল হালিমকে আটক করা হয়েছে।  রোববার দুপুরে উপজেলার উত্তরবাখরনগর বাজার থেকে দুজনকে আটকের পর থানায় দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। ওই সময় খাদ্যবান্ধব কর্মসূচীর তিন বস্তা চাল জব্দ করা হয়েছে।

আটকৃত রফিকুল ইসলাম উত্তরবাখরনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও অনুমোদিত ডিলার এবং হালিম উত্তরবাখরনগর বাজারের চাল ব্যবসায়ী। এই দুজনের বিরুদ্ধে মামলার প্রস্তাতি চলছে বলে জানান পুলিশ।

জানা গেছে, রফিকুল ইসলাম খাদ্যবান্ধব কর্মসুচীর ১০ টাকা দরের চাল হতদরিদ্রদের মাঝে বিতরণ না করে তিন বস্তা চাল উত্তরবাখরনগর বাজারের ব্যবসায়ী আব্দুল হালিমের কাছে বিক্রি করে দেন। পরে খবর পেয়ে সেখানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। ওই সময় তিনি কালোবাজারে চাল বিক্রি ও মজুদকৃত চালের ১৪ বস্তা ঘাটতি পান। এই ঘটনায় ইউএনও অভিযুক্ত ডিলার রফিকুল ও চাল ব্যবসায়ী হালিমকে আটক করে রায়পুরা থানায় হস্তান্তর করেন।

এ বিষয়ে রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল বলেন, কালোবাজারে চাল বিক্রির দায়ে চালের ডিলার ও এক ব্যবসায়ী থানায় আটক আছেন। এব্যাপারে খাদ্য অধিদপ্তরের একজন প্রতিনিধি থানায় যোগাযোগ করেছেন। আটককৃত দুজনের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।

এর আগে গত ৯ এপ্রিল একই ঘটনায় মরজাল ইউনিয়ন আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম মিস্টারের ডিলারশিপ বাতিল ও নগদ দেড় লাখ টাকা অর্থদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। 

সূত্র জানায়, রায়পুরা উপজেলায় হতদরিদ্র কার্ডধারীর সংখ্যা ১৮ হাজার ১৪৫ জন। একজন ভোক্তভোগী বছরে পাঁচবার ১০ টাকা দরে ৩০ কেজি করে চাল পেয়ে থাকেন। হতদরিদ্রদের সুবিদার্থে প্রতি ইউনিয়নে দুইজন করে উপজেলার ২৪টি ইউনিয়নে মনোনীত ৪৮ জন ডিলার আছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads