• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
মুন্সীগঞ্জে নিখোজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

মুন্সীগঞ্জে নিখোজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ জুন ২০২০

নিখোঁজের তিনদিন পর মুন্সীগঞ্জে ব্যাটারিচালিত মিশুক চালক মো. তুহিন বেপারির (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে সদরের হাটলক্ষীগঞ্জ এলাকার মো. মামুন বেপারির ছেলে। একই এলাকার বন্ধু মেহেদীর (১৫) ভাড়ায় চালিত মিশুক চালাতে গিয়ে নিখোঁজ হয়েছিল সে।

শুক্রবার দুপুর ২টার দিকে বাংলাবাজার ইউনিয়নের ভোতারচর এলাকার মেঘনার শাখা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, নিখোঁজের তিনদিন পর মেঘনার শাখা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহ পাওয়া যায়। গলিত অবস্থায় মরদেহে আঘাতের চিহ্ন শনাক্ত করা যাচ্ছে না। এই ঘটনায় মালিক, প্রকৃত চালক ও মালিকের ভাইস্তা অপর গ্যারেজ মালিকসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার সদর থানায় নিখোঁজের স্বজনরা সাধারণ ডাইরি করেছে। পুলিশ বিস্তারিত খতিয়ে দেখছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।

নিহতের বাবা মো. মামুন জানান, গত মঙ্গলবার একই এলাকার তার বন্ধু তুহিনের মিশুক নিয়ে বের হয় মেহেদী। এরপর থেকেই আর খোজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার শিলই এলাকার ডোবার পাশ থেকে পাওয়া যায়। এছাড়া মিশুকটি শিলই এলাকা থেকে মালিক কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে নিয়ে আসে বলে জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads