• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
সাহেদের পাসপোর্ট ও হার্ডডিস্ক জব্দ, তার বিরুদ্ধে আরও ২৩ মামলার সন্ধান

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদ

ফাইল ছবি

অপরাধ

সাহেদের পাসপোর্ট ও হার্ডডিস্ক জব্দ, তার বিরুদ্ধে আরও ২৩ মামলার সন্ধান

  • বাসস
  • প্রকাশিত ১২ জুলাই ২০২০

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদের পাসপোর্ট ও ল্যাপটপের হার্ডডিস্ক জব্দ করেছে তদন্তকারী দল।

তদন্তকারী দল শনিবার সন্ধ্যায় উত্তরা ১১ নম্বর সেক্টরে রিজেন্ট হাসপাতালের প্রধান কার্যালয়ে অভিযান চালায় । অভিযানকালে গুরুত্বপূর্ণ আলামতসহ মামলার প্রধান আসামী ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের পাসপোর্ট জব্দ করা হয়।
তদন্তকারী দলের সঙ্গে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমও উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সাংবাদিকদের জানান, ‘আগে আমরা জানতাম, সাহেদের নামে ৩২টি মামলা রয়েছে। অভিযানের পর তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়। ভুক্তভোগীরা র‌্যাব ও থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন। সর্বশেষ আমরা আরও ২৩টি মামলার হদিস পেয়েছি। সবমিলিয়ে, সাহেদের বিরুদ্ধে ৫৬টি মামলা রয়েছে। এর অধিকাংশ মামলাই প্রতারণা ও ব্যবসায়িক জালিয়াতি সংক্রান্ত’।

আজ রোববার র‌্যাবের গণমাধ্যম শাখার মূথপাত্র (পরিচালক) লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, ‘আমরা সাহেদকে গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। র‌্যাব তার (সাহেদ) স্ত্রী রিমিসহ ঘনিষ্ঠ সকলের ওপর নজর রাখছে’।

অভিযানকালে রিজেন্ট কার্যালয়ের রান্নাঘর থেকে কম্পিউটারের তিনটি হার্ডডিস্ক পাওয়া গেছে। এর মধ্যে সাহেদের ল্যাপটপের হার্ডডিস্কও রয়েছে। ।

জানা যায়, গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে।

এ বিষয়ে আজ রোববার ডিএমপির উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা  জানান, রিজেন্ট হাসপাতাল সংক্রান্ত মামলায় ৭ জন আসামী ৫ দিনের পুলিশ রিমান্ডে রয়েছে। তাদেরকে জিঞ্জাসাবাদ করা হচেছ।পুলিশ সাহেদের ব্যাপারে নতুন কিছু তথ্য পেয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads