• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

অপরাধ

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় লাজ ফার্মাকে ২৯ লাখ জরিমানা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ জুলাই ২০২০

মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ দেশি-বিদেশি ওষুধ এবং ফুডসাপ্লিমেন্ট বিক্রি করায় কাকরাইলে লাজ ফার্মাকে ২৯ লাখ জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে এই অভিযান শেষ হয় সন্ধ্যা সাতটায়। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, অভিযানে লাজ ফার্মায় মেয়াদোত্তীর্ণ ওষুধের বাক্সে ঘষামাজা করে তারিখ পরিবর্তনের প্রমাণও পাওয়া যায়। এসব কারণে প্রতিষ্ঠানটির সাতজনকে অভিযুক্ত করে ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে পাঁচজনকে পাঁচ লাখ করে এবং দুজনকে দুই লাখ টাকা করে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিনমাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

অভিযানে র‌্যাব দেখতে পায় লাজ ফার্মার কাকরাইল শাখায় ৭৬ প্রকারের অননুমোদিত এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছিলো। যার আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ টাকা।

তিনি বলেন, কোন ধরনের ওষুধ আমদানি করা যাবে এবং কোনগুলো আমদানি নিষিদ্ধ তা সরকার নির্ধারণ করেছে। তাছাড়া ওষুধ আমদানির ক্ষেত্রেও বাধ্যবাধকতা রয়েছে, রয়েছে রাজস্ব পরিশোধের বাধ্যবাধকতাও। কিন্তু কাকরাইলের লাজ ফার্মায় আমরা দেখতে পেয়েছি বিপুল পরিমাণ অননুমোদিত ওষুধ ও ইনজেকশন মজুত করা হয়েছে। যার রাজস্ব পরিশোধ কিংবা যথাযথ কাগজপত্র দেখাতে পারেনি। এছাড়া প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ২০১৮ সালের এপ্রিল মাসে। অভিযানে জব্দকৃত ওষুধ জব্দ তালিকায় লিপিবদ্ধ করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads