• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ব্রাহ্মণবাড়িয়ায় এসআই হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ফাইল ছবি

অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় এসআই হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২০ জুলাই ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের সহকারী উপ- পরিদর্শক (এএসআই) নিহতের ঘটনায় মামলার প্রধান আসামি মামুন র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়। 

রোববার গভীর রাতে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারের পাশে এ গোলাগুলির এ ঘটনা ঘটে ।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ জানান, মামলার প্রধান আসামি মামুনকে ধরতে র‍্যাবের একটি দল রাতে চান্দপুর বাজারে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মামুনের বাহিনী পাল্টা গুলি চালায়। তখন আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় মামুন আহত হলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চারটি গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads