• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
কক্সবাজারে এক কোটি ইয়াবা চালান লুটকারী মিজান 'বন্দুকযুদ্ধে' নিহত

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

কক্সবাজারে এক কোটি ইয়াবা চালান লুটকারী মিজান 'বন্দুকযুদ্ধে' নিহত

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ২০ জুলাই ২০২০

কক্সবাজার শহরের মাঝিরঘাট থেকে প্রায় ১ কোটি ইয়াবা লুটকারী এবং শহরের ইয়াবা ডন মিজান পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছে। সে শহরের টেকপাড়ার গোলাম মাওলা বাবুল প্রকাশ জজ বাবুলের ছেলে।

রোববার দিবাগত রাতে শহরের খুরুশকুল সেতুর পাশে এ গোলাগুলির ঘটনা ঘটে।

কক্সবাজার সদর থানার ওসি আবু মোঃ শাহজাহান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর রাতে মিজানকে নিয়ে ইয়াবা উদ্ধারে গেলে খুরুশকুল ব্রীজের পাশে আগে থেকে ওৎপেতে থাকা তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে মিজানকে ছিনিয়ে নিতে চায়। এতে পুলিশও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আর মিজান গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এর সময় সেখান থেকে ১০ হাজার ইয়াবা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

জানা যায়, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি এক কোটি ইয়াবার একটি চালান খালাসের সময় লুট করে শহরের শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী মিজান বাহিনী। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত লুটকৃত ইয়াবা বিক্রি করে এ বাহিনী। বিষয়টি শহরজুড়ে আলোচিত হওয়ার পরদিন মিজান চট্টগ্রাম চলে যায়। ওই সময় সে চট্টগ্রামের পাঁচলাইশ থানার আশপাশে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করে। ওইদিন রাতেই বিমানযোগে ভারত পালিয়ে যায় সে। পরে মিজানের মোবাইলের সিডিএমএস পর্যবেক্ষণ ও বিমানবন্দরের ইমিগ্রেশনের সঙ্গে কথা বলে ভারতে পালিয়ে যাওয়ার খবর নিশ্চিত হয় পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads