• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
গরুর ট্রলারে ডাকাতির প্রস্তুতি, বাউফলের তেতুঁলিয়া নদীতে অস্ত্রসহ ৩ জলদস্যু আটক

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

গরুর ট্রলারে ডাকাতির প্রস্তুতি, বাউফলের তেতুঁলিয়া নদীতে অস্ত্রসহ ৩ জলদস্যু আটক

  • বাউফল প্রতিনিধি
  • প্রকাশিত ২১ জুলাই ২০২০

পটুয়াখালীর বাউফলে গরুর ট্রলারে ডাকাতির প্রস্তুতিকালে তিন জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে একনলা একটি বন্ধুকসহ ধারালো অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

তেঁতুলিয়া নদীর বাতামতলী পয়েন্ট থেকে সোমবার (২০ জুলাই) রাতে আটকের পর আজ মঙ্গলবার সকালে তাদের পাশের ভোলা সদর থানার পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- জাকির হোসেন, মানিক ও হেমায়েত। 

কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট মাহাবুবুল আলম শাকিল জানান, গোপন সূত্রের খবরে ডাকাতির প্রস্তুতিকালে আটক করা হয় এদের। দীর্ঘদিন থেকে তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অস্থান নিয়ে এরা বিভিন্ন সময়ে দক্ষিনাঞ্চলের বৃহত্তর বাণিজ্য বন্দর কালাইয়া গরুর হাট থেকে পাইকারদের পশু বোঝাই ট্রলারসহ পণ্যবাহী বিভিন্ন নৌযানে ডাকাতিতে জড়িত একটি সঙ্গবদ্ধ দলের সঙ্গে এদের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক গ্রাম পুলিশ জানান, স্থানীয় এক ইউপি সদস্যের ছত্রছায়ায় থাকা দুর্বৃত্ত বাহিনীর সদস্য রফিক, রাসেল ও হাসান মুন্সির সঙ্গে মিলে এরা এলাকায় ও আশপাশে গরু-মহিষ চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া ও মারামারিসহ তেঁতুলিয়ায় নিয়মিত জলদস্যুপনা করে যাচ্ছে। এই গ্রুপের অনেকেই এখন গোপন অবৈধ পথে অট্রালিকা গড়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads