• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কলাপাড়ায় সাবমেরিনের লাইন কাটার অভিযোগে গ্রেপ্তার দুই, পাঁচ জনের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

অপরাধ

কলাপাড়ায় সাবমেরিনের লাইন কাটার অভিযোগে গ্রেপ্তার দুই, পাঁচ জনের বিরুদ্ধে মামলা

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ আগস্ট ২০২০

পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের পাওয়ার সাপ্লাইয়ের সংযোগ ক্যাবল কেটে সঞ্চালন ব্যবস্থা ক্ষতিগ্রস্থ করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে মহিপুর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- কুয়াকাটা পৌর মেয়রের ভাই হোসেন মোল্লা ও মাটি ব্যবসায়ী আবুল হোসেন। এর আগে সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং ষ্টেশনের নিরাপত্তা কর্মকর্তা হারুন অর রশিদ পাঁচজনের নাম উল্লেখ করে ৮ বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।

গতকাল রোববার দুপুরে অনুমতি ছাড়া কলাপাড়ার আলীপুরের গোড়াআমখোলা পাড়া গ্রামে বেড়িবাঁধের পাশে অবৈধভাবে স্কেবেটর দিয়ে মাটি কেটে জমি ভরাট করতে গিয়ে কেটে ফেলে প্রায় দুই মিটার গভীরে থাকা সাবমেরিন ক্যাবলের সঞ্চালন লাইন। এতে সারা দেশে ইন্টানেট ধীরগতি হয়ে পড়ে। খবর পেয়ে রাতেই বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তুপক্ষ দুর্ঘটনা স্থান পরিদর্শণ করেন। প্রায় ১১ ঘন্টা ইন্টারনেট সংযোগ লাইন বিচ্ছিন্ন থাকার পর রাত সাড়ে ১২টার পর ছিড়ে ফেলা পাওয়ার সাপ্লাই লাইন সংযোগ স্থাপন করেন প্রকৌশলীরা। এরপর স্বাভাবিক হয় ইন্টারনেট সরবরাহ।

মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েচে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জানা যায়, বাংলাদেশে ২০০৫ সাপলে প্রথম সাবমেরিন কেবল সি মি উই-৪ যুক্ত হয়। কলাপাড়ার দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে সিমিউই-৫ সাবমেরিন কেবলে যুক্ত হয়। এর মাধ্যমে সাউথইষ্ট এশিয়া-মিডলইষ্ট-ওয়েষ্টার্ন ইউরোপ আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সাবমেরিন কেবল থেকে সেকেন্ডে ১ হাজার ৫০০ গিগাবাইট(জিবি) গতির ব্যান্ডউইথ পায়।

কলাপাড়ার আমখোলাপাড়া গ্রামে অবস্থিত সাবমেরিণ ক্যাবল ল্যান্ডিং স্টেশন থেকে একটি ব্রাঞ্চের মাধ্যমে এশিয়া-মিডলইষ্ট-ওয়েষ্টার্ণ ইউরোপকে (এসইএ-এমই-ডব্লিউই-৫) যুক্ত করা হয়েছে। এ জন্য ২৫ হাজার কি.মি. দীর্ঘ ক্যাবল লাইন স্থাপন করা হয়েছে। ক্যাবলটি বিচ্ছিন্ন হওয়ায় পুরো সঞ্চালন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর দ্বিতীয় সাবমেরিণ ক্যাবল ল্যান্ডিং স্টেশনটি প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads