• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
হোমনায় প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করার দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

হোমনায় প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করার দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ আগস্ট ২০২০

কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রী তিন সন্তানের এক জননীকে উত্ত্যক্ত করার দায়ে দুলাল (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা সোয়া বারোটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে তাকে এই সাজা দেন। দুলাল উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের আলীপুর গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে।

ইউএনও অফিস ও অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের প্রবাসীর স্ত্রী তিন সন্তানের এক জননীকে দীর্ঘদিন ধরে নানাভাবে উত্ত্যক্ত করে আসছে। পরে ওই নারী অভিযোগ করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রুমন দে’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দুলালকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন।

ইউএনও রুমন দে বলেন, অভিযোগ পেয়ে সত্যতা যাচাই করে দোষ স্বীকারোক্তির মাধ্যমে তাকে এই সাজা দেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads