• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
শামুক কুড়াতে গিয়ে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

শামুক কুড়াতে গিয়ে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

  • রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ সেপ্টেম্বর ২০২০

দুই মেয়ের পর একটি ছেলে। অনেক আদরের সন্তান।পরিবারের নয়নের মণি। অথচ মায়ের বুক খালি করে চলে গেল না ফেরার দেশে।

আজ বুধবার দুপুর ১ টায় নরসিংদীর রায়পুরা উপজেলা পূর্বহরিপুর গ্রামে মাহিন মিয়া নামে ৪ বছরের শিশু পানিতে ডুবে মারা যায়। মাহিন মুছাপুর ইউনিয়নের পূর্ব হরিপুর গ্রামের আনু হাজীর বাড়ির সৌদী প্রবাসী মো. মামুন মিয়ার একমাত্র ছেলে। 

নিহত মাহিনের প্রতিবেশী চাচা মো. ফুল মিয়া জানান, মাহিন তার ৫ বছরের আরেক বন্ধু ইয়াছিনকে নিয়ে বাড়ির সামনে পুরাতন ব্রহ্মপুত্র নদীতে ( রামনগর সেতুর নিচে) খেলার ছলে হাঁসের জন্য শামুক কুড়াতে গিয়েছিল। এসময় নদীর পাড়ে দাড়িয়ে শামুক ধরতে গেলে নদীতে পা পিছলে নদীতে পরে যায়। সাথে থাকা ইয়াছিন দৌঁড়ে পাশের চায়ের দোকানে এসে অস্পষ্ট ভাষায় বলতে থাকে" মাহিন ডুব দিছে। আর উঠতাছে না।" চায়ের দোকানে থাকা মাহিনের চাচা ফুল মিয়া সহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে মাহিনকে পানিতে খুঁজতে থাকে। প্রায় ১৫/২০ মিনিট পর ডুবপ যাওয়া স্থান থেকে ২০ ফুট দূরে পানির নিচ থেকে মাহিনকে উদ্ধার করা হয়। সাথে সাথে তাকে ভৈরব আবেদীন হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদরের একমাত্র ছেলেকে হারিয়ে মাহিনের মা পাগলপ্রায়। অবুঝ শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।                    

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads