• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
চট্টগ্রাম বিমানবন্দর থেকে ৮২টি স্বর্ণের বারসহ যাত্রী আটক

সংগৃহীত ছবি

অপরাধ

চট্টগ্রাম বিমানবন্দর থেকে ৮২টি স্বর্ণের বারসহ যাত্রী আটক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ অক্টোবর ২০২০

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮২টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ৬ কোটি টাকা মূল্যের ৮২ পিস স্বর্ণের বারসহ একযাত্রীকে আটক করেছে এনএসআই এবং কাস্টমস কর্তৃপক্ষ।

আটক যাত্রীর নাম এনামুল হক। তার বাড়ি কক্সবাজারের চকরিয়ার নয়াপাড়া এলাকায়।

স্বর্ণের চালান ঢুকবে আগেই তথ্য পেয়েছিলো বিমান বন্দরে থাকা গোয়েন্দারা। সে অনুযায়ী আগেই বাড়িয়ে দেয়া হয় নজরদারি। ভোর ৬টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রী এনামুল হককে সন্দেহ করে গোয়েন্দা কর্মকর্তারা।

পরে তার দেহ তল্লাশি করে পাওয়া যায় কয়েকটি প্যাকেট। সেগুলো খুলে পাওয়া যায় প্রায় ১০ কেজি ওজনের ৮২টি স্বর্ণের বার।

আজ বৃহস্পতিবার সকালে গোয়েন্দাদের তথ্যে তাকে আটক করা হয়। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads