• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
উত্তরায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির ফেসবুক চ্যাট ভাইরাল

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

উত্তরায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির ফেসবুক চ্যাট ভাইরাল

  • স্বপন রানা, উত্তরা প্রতিনিধি
  • প্রকাশিত ১১ জানুয়ারি ২০২১

রাজধানীর উত্তরায় ঐতিহ্যবাহী উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ফেসবুকে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগ উঠা ওই শিক্ষক স্কুলের ইংরেজি বিভাগের প্রভাষক দিদারুল ইসলাম।

সম্প্রতি স্কুলের দুই ছাত্রীর ফেসবুক মেসেঞ্জারে পাঠানো প্রভাষক দিদারুল ইসলামের অশালীন চ্যাট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।সাথে সাথে তা নিয়ে তোলপাড় শুরু হয়।

এবিষয় তার ফেসবুক ভাইরাল হলে  অভিযুক্ত ওই শিক্ষক তাৎক্ষণিক নিজের ফেসবুক আইডি হ্যাক হয়েছে মর্মে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
জিডি নাম্বার ৪৩৫(০৬/০১/২০২১)। সাথে সাথে তিনি নিজের আইডি থেকে  একটি স্ট্যাটাস দেন দুঃখিত আমার ফেসবুক হ্যাক হয়েছিলো। তার কিছু সময় পর তার ফেসবুক আইডিটি ডিঅ্যাকটিভ করেন  তিনি।

শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা গেছে, ওই শিক্ষক উত্তরা হাই স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক। সম্প্রতি ওই শিক্ষক এক ছাত্রীকে ফেসবুকের মেসেঞ্জারে অশ্লীল প্রস্তাব দেন ও অশ্লীল ছবি পাঠাতে বলেন।

ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রতিবেদককে বলেন,ভবিষৎ এ  ‘অন্য কোনো ছাত্রীর সাথে যেন  এসব করতে না পারে, সে জন্য আমরা ওই লেখার স্ক্রিনশট ফেসবুকে দিই। বিষয়টি মুহুর্তে ভাইরাল হয়ে যায়। এরপর তিনি বিভিন্ন জনকে ফোন করে ম্যানেজ করার চেষ্টা করে এবং ভয়ভীতি দেখায় । আমি চাই আমাদের প্রিয় কলেজটিতে ছাত্রীরা থাকুক।তার জন্য জনসম্মুখে তা প্রচার করছি। এই আইডি স্যারের আইডি, আমরা বহু প্রমাণ আছে।

এ বিষয়ে জানতে ফোন করা হলে অভিযোগ উঠা ইংরেজি বিভাগের প্রভাষক দিদারুল ইসলাম বলেন, দিদার ইউএইচএসসি (didaruhsc) আইডিটি তার। এটি হ্যাক হয়েছিল। থানায় এ নিয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।এ নিয়ে এখন আর কিছুই বলতে চাই না। আমি অসুস্থ বলে তিনি ফোন কেটে দেন।

উত্তরা হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৌহিদুর রহমান বলেন, ফেসবুকে সাবেক এক ছাত্রীর অভিযোগের বিষয়টি জানতে পেরেছি। ওই শিক্ষক দিদারুল ইসলামকে এর মধ্যেই শোকজ করেছে কলেজ কর্তৃপক্ষ। তিনি লিখিতভাবে একটি কাগজ দিয়ে গেছেন। বিষয়টি নিয়ে পরিচালনা কমিটি সাথে কথা বলে অভিযোগের সত্যতা মিললে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads