• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

ছবি সংগৃহীত

অর্থ ও বাণিজ্য

মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন

জমি বিক্রি করে ব্যাংক ঋণ পরিশোধ করবে বিটিএমসি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১২ এপ্রিল ২০১৮

পুরান ঢাকার অব্যবহূত জমি ও স্থাপনা বিক্রি করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন (বিটিএমসি)। জমি ক্রয় করবে পুলিশ অধিদফতর।  এ জমি বিক্রয় করে ব্যাংকের দেনা পরিশোধ করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বিষয়টি নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনীতি বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

বিটিএমসির জমি বিক্রয় সম্পর্কিত সারসংক্ষেপে বলা হয়েছে, জমি বিক্রির বিষয়টি ২০০৫ সালের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদন হয়। কমিটি বিটিএমসির নিয়ন্ত্রণাধীন বিভিন্ন মিলের উদ্বৃত্ত জমি বিক্রি করে দায়-দেনা পরিশোধের সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্তের আলোকে টেন্ডারের পরিবর্তে আলোচনার মাধ্যমে জমি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয় মন্ত্রণালয়ে।

পুরান ঢাকার ওয়ারী মৌজাধীন বিটিএমসির ১.১৭৭৪ একর জমির দাম ধরা হয়েছে ৮৪ কোটি ৭৭ লাখ ২৮ হাজার টাকা এবং ওই জমির উপরে যে স্থাপনা রয়েছে তার দাম ধরা হয়েছে ৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা। সর্বমোট দাম ধরা হয়েছে ৮৮ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা। ২০১৪ সালে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সফরকালে প্রধানমন্ত্রী বন্ধ মিল-কারখানার পুরনো মেশিন বাদ নিয়ে সম্পূর্ণ নতুন মেশিন বসানোর নির্দেশ দেন। ২০০৫ সালের  মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত মোতাবেক ওই জমি বিক্রি করে ব্যাংকের সিদ্ধান্ত গৃহীত হয়। ওই সিদ্ধান্তের আলোকে পুরান ঢাকার এই অব্যবহূত জমি বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সারসংক্ষেপে উল্লেখ করা হয়, জমিটি নিয়ে মামলা রয়েছে, যা বর্তমানে বস্ত্র ও পাট অধিদফতর পরিচালনা করছে। পুলিশ অধিদফতর জমিটি ক্রয় করার পর মামলা পরিচালনা করবে পুলিশ অধিদফতর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads