• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

ছবি: বাংলাদেশের খবর

অর্থ ও বাণিজ্য

বার্জার আল্পনায় বৈশাখ" উৎসবের মোড়ক উন্মোচন

  • প্রকাশিত ১২ এপ্রিল ২০১৮

বাংলা নববর্ষ উপলক্ষে বার্জার পেইন্টসের পৃষ্ঠপোষকতায় ‘আল্পনায় বৈশাখ ১৪২৫’ শীর্ষক আল্পনা উৎসবের মোড়ক উম্মোচন হয়েছে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে। বার্জার  পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, জিএম মার্কেটিং একেএম সাদেক নেওয়াজ, ক্যাটাগরি ম্যানেজার-মার্কেটিং নোমান আশরাফী রহমান, আয়োজক এশিয়াটিকের পক্ষ থেকে সারা যাকের; ভাইস চেয়ারপারসন, এশিয়াটিক থ্রি সিক্সটি; ইরেশ যাকের, এমডি, এশিয়াটিক ইএক্সপি; ফারুক আহমেদ, জিএম, এশিয়াটিক ইএক্সপি; মোহাম্মদ সাঈম, হেড অব বিজনেস, এশিয়াটিক ইএক্সপি ও প্রখ্যাত চিত্রকর মো. মনিরুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এশিয়াটিক ইএক্সপি আয়োজিত ‘বার্জার আল্পনায় বৈশাখ ১৪২৫’ শীর্ষক আল্পনা অনুষ্ঠানটি ঐতিহাসিক মানিক মিয়া অ্যাভিনিউয়ে আগামীকাল শুক্রবার রাত ১০টায় উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এবং বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর।

পহেলা বৈশাখ সামনে রেখে রাজপথে আল্পনা অঙ্কন শুক্রবার রাত ১১টায় শুরু হয়ে শিক্ষার্থী, অঙ্কন শিল্পী এবং সংস্কৃতিমনা জনসাধারণের অংশগ্রহণে নববর্ষের প্রথম দিন ভোর পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads