• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

ছবি : সংগৃহীত

অর্থ ও বাণিজ্য

ভারত থেকে আরো ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে সরকার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১২ এপ্রিল ২০১৮

দেশে বিদ্যুৎ চাহিদা পূরণে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে সরকার। ভারতীয় প্রতিষ্ঠান ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানি (এনটিপিসি) ও পাওয়ার ট্রেডিং কোম্পানি (পিটিসি) আগামী ১৫ বছর এ বিদ্যুৎ সরবরাহ করবে।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান  অনুমোদন পাওয়া ক্রয় প্রস্তাবের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

স্বল্পমেয়াদে এনটিপিসির কাছ থেকে কিলোওয়াট প্রতি ৪ দশমিক ৭১ টাকা দরে ৩০০, ৪ দশমিক ৮৬ টাকা দরে পিটিসির কাছ থেকে কেনা হবে ২০০ মেগাওয়াট। দীর্ঘমেয়াদে এনটিপিসি ৬ দশমিক ৪৮ টাকা দরে সরবরাহ করবে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ। এ ছাড়া ৬ দশমিক ৯৪ টাকা ধরে পিটিসির কাছ থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেনা হবে।

এদিকে যমুনা নদী খনন, নদীতীর সংরক্ষণে ২৯৫ কোটি টাকা ব্যয়ের আরেকটি ক্রয় প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। নদী ভাঙন থেকে গাইবান্ধার সদর উপজেলা এবং গণকবরসহ ফুলছড়ি উপজেলার বিভিন্ন স্থাপনা রক্ষা করতে প্রকল্পটি নেওয়া হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান, ভূমি মন্ত্রলণালয়ের সহকারী কমিশনারদের জন্য ১৯২ পিকআপ গাড়ি কেনার একটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব গাড়ি সংগ্রহ করা হবে। ১৯২ পিকআপ কিনতে মোট খরচ হবে ৯৬ কোটি ৫৬ লাখ টাকা। এ হিসেবে প্রতিটি পিকআপের দাম পড়ে ৫০ লাখ ২৯ হাজার টাকা।

তিনি জানান, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ৯৪ কোটি টাকায় তিনটি লটে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টন ফসফরিক অ্যাসিড আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। ২২১ কোটি টাকায় গোপালগঞ্জ অঞ্চলের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কের মান উন্নয়ন ও প্রশস্তকরণের কাজ পেয়েছে মীর হাবিবুল আলম ও শামীম এন্টারপ্রাইজ। ২৪০ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে আখাউড়া-আগরতলা রেললাইনের বাংলাদেশ অংশের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে টেক্সম্যাকো নামে একটি প্রতিষ্ঠানকে।

বৈঠকে রেলওয়ে চিনকি আন্তনা-চট্টগ্রাম সেকশনের ১১টি স্টেশনের সিগন্যাল ব্যবস্থার প্রতিস্থাপন ও আধুনিকীকরণের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন পেয়েছে। এতে মোট ব্যয় হবে ১৫ কোটি ৯৭ লাখ টাকা। অনুমোদন পাওয়া এসব প্রকল্পসহ বৈঠকে মোট ১৭টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads