• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

অর্থ ও বাণিজ্য

দুই ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১২ এপ্রিল ২০১৮

ব্যাংক খাতের দুই কোম্পানি তাদের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংক দুটি ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করে। ব্যাংকগুলো হলো আইএফআইসি এবং প্রাইম ব্যাংক লিমিটেড। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। 

আইএফআইসি ব্যাংক

কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৪ পয়সা। সমন্বিত শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ৪৯ পয়সা।

আইএফআইসি ব্যাংক আগামী ২৪ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। ওইদিন বেলা ১১টায় রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ মে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় আইএফআইসি ব্যাংক। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১ হাজার ১৯৫ কোটি ৩০ লাখ টাকা।

প্রাইম ব্যাংক

কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের জন্য ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।এ সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৮ পয়সা। সমন্বিত শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৪ টাকা ১১ পয়সা। প্রাইম ব্যাংক আগামী ২৪ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। ওইদিন বেলা ১১টায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ মে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় প্রাইম ব্যাংক। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২ হাজার ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১ হাজার ২৯৩ কোটি টাকা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads