• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

অর্থ ও বাণিজ্য

৩ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১২ এপ্রিল ২০১৮

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স এবং পদ্মা অয়েল লিমিটেড। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওই দিন বিকাল ৪টায় এ সভা হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এর পাশাপাশি কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে।

৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

জালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি পদ্মা অয়েলের পরিচালনা পর্ষদের সভা আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওই দিন বিকাল সাড়ে পাঁচটায় এ সভা হবে। সভায় কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত ২০১৭ হিসাব বছরের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ। ওই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৯১ টাকা ০৩ পয়সা

এশিয়া ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওই দিন বিকাল ৩টায় এ সভা হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এর পাশাপাশি কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে।

 

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads