• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

অর্থ ও বাণিজ্য

অ্যাডভেন্ট ফার্মার লেনদেন শুরু আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১২ এপ্রিল ২০১৮

সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের লেনদেন আজ বৃহস্পতিবার থেকে শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একযোগে কোম্পানিটির লেনদেন শুরু হবে। গতকাল বুধবার ডিএসই ও সিএসই ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, ১২ এপ্রিল থেকে ‘এন’ ক্যাটাগরিতে কোম্পানিটি লেনদেন শুরু করবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে ‘ADVENT’। আর কোম্পানি কোড হবে ১৮৪৯৮। সিএসইতেও কোম্পানিটির ট্রেডিং কোড হবে ‘ADVENT’। আর কোম্পানি কোড হবে ১৩০৩২।

এর আগে ৮ এপ্রিল কোম্পানিটির শেয়ার বিও হিসাবে জমা হয়েছে। আর ১৩ মার্চ কোম্পানিটির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়। গত ১১ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ করা হয়। আইপিওর মাধ্যমে অ্যাডভেন্ট ফার্মা পুঁজিবাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করে। এ অর্থে কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয়, ভবন নির্মাণ এবং আইপিও খরচ বাবদ এ টাকা ব্যয় করবে।

গত ২ জানুয়ারি কোম্পানিটির আইপিও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড, আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads