• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

অর্থ ও বাণিজ্য

সর্বাধিক দর বেড়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের

  • প্রকাশিত ১২ এপ্রিল ২০১৮

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার সর্বাধিক দর বেড়েছিল পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছিল ৯ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৬৪ শতাংশ। ডিএসই ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে দেখা যায়, এদিন ৭৪০ বারে কোম্পানিটির ৬ লাখ ৮৭ হাজার ১৭৬টি শেয়ার লেনদেন হয়।

বিশ্লেষণে দেখা যায়, গত ২১ মার্চ থেকে টানা বাড়ছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর। ওইদিন কোম্পানিটির সর্বশেষ শেয়ারদর ছিল ৭৯ টাকা ৬০ পয়সা। আর গতকাল শেয়ারটি সর্বশেষ ১১৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। অর্থাৎ ১৭ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৪৮ দশমিক ৪৯ শতাংশ।

৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৭ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকা।

দর বাড়ার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, রেনউইক যজ্ঞেশ্বর, মুন্নু জুট স্টাফলার্স, ইস্টার্ন লুব্রিকেন্টস, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি এবং ফার ইস্ট লাইফ ইন্স্যুরেন্স।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads