• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

ফাইল ছবি

অর্থ ও বাণিজ্য

নির্বাচনের বছরে আড়াই গুণ বেশি বরাদ্দ চায় দুর্যোগ মন্ত্রণালয়

  • সাইফুদ্দিন সাইফ
  • প্রকাশিত ১৬ এপ্রিল ২০১৮

চলতি অর্থবছরে (২০১৭-১৮) বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) দুর্যোগ মোকাবেলায় নেওয়া প্রকল্পে বরাদ্দ ছিল মাত্র ১ হাজার ৪৯৫ কোটি টাকা। কিন্তু আগামী অর্থবছরে আড়াই গুণ বেশি বরাদ্দ চায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। অনুমোদিত ও অনুমোদনের অপেক্ষায় থাকা সব প্রকল্পের জন্য নির্বাচনের বছরে ৫ হাজার ১৪১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বলে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে লেখা এক চিঠিতে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিষয়টি উল্লেখ করেছেন। চিঠিতে সরকারি মোট ১৫ প্রকল্পে সরকারি তহবিলের বরাদ্দ নিশ্চিত করতে মধ্যমেয়াদি বাজেট কাঠামোতে (এমটিবিএফ) বরাদ্দ বৃদ্ধিরও অনুরোধ জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী।

সূত্র জানায়, জানুযায়ি মাসে দুর্যোগ মোকাবেলায় তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলো হলো ১ হাজার ৫০৭ কোটি টাকা ব্যয়ে বন্যাপ্রবণ ও নদীভাঙন এলাকার জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্প, ৬২০ কোটি টাকা ব্যয়ে দুর্যোগের ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ প্রকল্প, ১২৭ কোটি টাকা ব্যয়ে জেলা ত্রাণ দুর্যোগ কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র নির্মাণ প্রকল্প। প্রকল্পগুলোর মূল কার্যক্রম শুরু হবে আগামী অর্থবছর। এ তিন প্রকল্পসহ ২০১৮-১৯ অর্থবছরে এ মন্ত্রণালয়ের অনুমোদিত মোট ৯ প্রকল্পের জন্য ২ হাজার ৩৭৬ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে বরাদ্দ চাওয়া হয়েছে ২ হাজার ১ কোটি ৮৫ লাখ টাকা। বৈদেশিক সহায়তা থেকে বরাদ্দ ধরা হয়েছে ৩৭৪ কোটি টাকা।

এছাড়া মুজিব কিল্লা সংস্কার ও উন্নয়ন, গ্রামীণ রাস্তায় ছোট ছোট (১৫ কিলোমিটার) কালভার্ট বা সেতু নির্মাণ (তৃতীয় পর্যায়), গ্রামীণ রাস্তাগুলো টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ডকরণ এবং ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রাম শীর্ষক প্রকল্পসহ আরো ৬ নতুন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এসব প্রকল্পের জন্য ২০১৮-১৯ অর্থবছরে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ২ হাজার ৭৬৬ কোটি টাকা। এর মধ্যে সরকারি কোষাগার থেকে ২ হাজার ৩৭৭ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৩৮৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় বলছে, অনুমোদিত ও অননুমোদিত প্রকল্পের জন্য মোট ৫ হাজার ১৪১ কোটি ৭৪ লাখ টাকা প্রয়োজন হবে। এর মধ্যে সরকারি তহবিল থেকে বরাদ্দ ধরা হয়েছে ৪ হাজার ৭৫২ কোটি ৮৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ১৫ কোটি টাকা প্রয়োজন। মধ্যমেয়াদি বাজেট কাঠামোর আওতায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের এডিপি খাতে প্রদত্ত সিলিং ১ হাজার ৫৫২ কোটি টাকা, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ অবস্থায় এমটিবিএফে বরাদ্দ বাড়ানোর অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads