• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

ছবি : সংগৃহীত

অর্থ ও বাণিজ্য

প্রথম প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি ৬.৮%

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০১৮

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৮ শতাংশ। এ হার ছাড়িয়েছে বেইজিংয়ের ২০১৮’র বার্ষিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে দেশটির সরকার।

বিবিসির এক প্রতিবেদনে গতকাল বলা হয়, ভোক্তা চাহিদার শক্তিশালী অবস্থানই বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতিকে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করেছে। কিন্তু ঋণের মাত্রা ও দুর্বল আবাসন খাত উদ্বেগ হয়ে দাঁড়াচ্ছে চীনা অর্থনীতির জন্য। ঋণ জটিলতা নিরসনে নানা পদক্ষেপ নিচ্ছে বেইজিং। সিঙ্গাপুরের নরদিয়া ব্যাংকের চীনা অর্থনীতিবিদ অ্যামি ঝুয়াং বিবিসিকে বলেন, প্রথম প্রান্তিকের প্রবৃদ্ধি বেশ ইতিবাচক। কিন্তু চীনের আবাসন খাতের দুর্বলতায় প্রভাবিত হতে পারে ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads