• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

ছবি : বাংলাদেশের খবর

অর্থ ও বাণিজ্য

প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান

শিল্পায়নে অগ্রাধিকার, গুরুত্ব পাবে কৃষিও

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০১৮

আগামী বাজেটে শিল্পায়নের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে; তবে কৃষি খাতও গুরুত্ব পাবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। গতকাল এনবিআর কার্যালয়ে কৃষি খাত সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, আমাদের শিল্পায়নের পাশাপাশি কৃষিভিত্তিক শিল্পের দিকে নজর দিতে হবে। এজন্য আগামী বাজেটে সার্বিকভাবে কৃষি খাতকে সুযোগ-সুবিধা দেওয়া হবে। বর্তমানে কৃষি খাতে যেসব শুল্ক ও কর কাঠামো রয়েছে তা কমানো হবে। তবে একদিকে কমানো হলে অন্যদিকে বাড়াতে হবে। আমাদের করপোরেট করের হারও কমাতে হবে। বাজেটের আকার বাড়ছে এবং জিডিপির তুলনায় আমাদের রাজস্ব আয়ের হারও বাড়াতে হবে।

আগামী বাজেটে হাতে তৈরি বিস্কুট ও পাউরুটির ওপর ১৫ শতাংশ হারে ধার্যকৃত ভ্যাট কমানো, কৃষি প্রক্রিয়াজাত শিল্পকে সুবিধা প্রদান, শিল্পে ব্যবহূত কাঁচামালের ওপর থেকে আমদানি শুল্ক কমানো হবে বলে জানান মোশাররফ হোসেন। এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে চামড়া শিল্পে উদ্যোক্তাদের কর অবকাশ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি মো. শাহীন আহমেদ সাভারে চামড়া শিল্পনগরীতে অবকাঠামো নির্মাণে ভ্যাট মওকুফ, সব রফতানিকারকদের জন্য বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা, সাভার চামড়া শিল্প নগরীতে কেন্দ্রীয় বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা, চামড়া শিল্পে ব্যবহূত কেমিক্যালের ওপর ধার্যকৃত আমদানি শুল্ক কমানো, ৭ থেকে ১০ বছরের জন্য কর অবকাশ সুবিধা দেওয়ার প্রস্তাব করেন।

জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, চামড়া শিল্পে ব্যবহূত যেসব কেমিক্যাল আমদানি করতে হয় সেগুলো অন্য কোনো কাজে ব্যবহূত হয় কি না তা আমরা পরীক্ষা করে দেখব। ন্যূনতম শর্ত পূরণ করলে চামড়া রফতানিকারকদের বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা দেওয়ার জন্য এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন তিনি।

লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি নাসির খান বলেন, আমাদের ৮০ শতাংশ কাঁচামালই দেশে উৎপাদিত হয়। কিন্তু ২০ শতাংশ কাঁচামাল আমদানি করতে গিয়ে নানা ধরনের হয়রানির মুখে পড়তে হচ্ছে। বন্ডেন্ড ওয়্যারহাউজের জন্য একটি নীতিমালা রয়েছে। কিন্তু নীতিমালা থাকা সত্ত্বেও বিভিন্ন সময়ে অফিস আদেশ দিয়ে নতুন নতুন সমস্যা তৈরি করা হচ্ছে। এ কারণে উদ্যোক্তারা তাদের ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন।

জবাবে এনবিআর চেযারম্যান বলেন, আমরা শিগগিরই এ বিষয়টি দেখব। এটার জন্য তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে বিভিন্ন সময় বন্ডেড ওয়্যারহাউজ সুবিধার অপব্যবহার হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সভাপতি আনিস উদ দৌলা তরমুজ, ধনিয়া, ঘাষবীজের আমদানির ওপর ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ ট্যাক্স রয়েছে উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানান। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা সব ধরনের বীজের জন্য সুবিধা দেব। এটা কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ।

পোল্ট্রি ফিড অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, পোল্ট্রি শিল্প নানা ধরনের সমস্যার মুখে পড়েছে। পোল্ট্রি ফিডের কাঁচামাল সয়াবিন মিলের দাম বেড়ে গেছে। এটি আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক প্রত্যাহারের দাবি জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী বাজেটে পোল্ট্রির ওপর বেনিফিট দেওয়া হবে।

বাংলাদেশ অ্যাগ্রো বেইজড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলাম মুন্সী বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। কৃষির ওপর আমাদের নজর দিতে হবে। ভারত থেকে পণ্য আমদানির ক্ষেত্রে তেমন কোনো শুল্ক বা ট্যারিফ বাধা নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা রফতানি করতে গেলেই নানা ধরনের অসুবিধার মুখে পড়ি। এ বিষয়ে এনবিআরের দৃষ্টি দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, কৃষিভিত্তিক শিল্পের প্রতি আমাদের অবশ্যই নজর দিতে হবে। মৌসুমে প্রচুর শস্য উৎপাদন হলেও আমরা এর সুফল পাচ্ছি না। স্টোরেজ ব্যবস্থা যাতে গড়ে ওঠে সেজন্য সুবিধা দেওয়া হবে। এক্ষেত্রে ভ্যাট ও ট্যাক্স সুবিধা দেওয়া হবে।

বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা এইচএস কোড জটিলতা, অগ্রিম আয়কর কমানোসহ বেশ কিছু বিষয়ে এনবিআর চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, এইচএস কোড নিয়ে যে জটিলতা রয়েছে সেটি নিরসনে এনবিআর কাজ করছে। এ ছাড়া শিল্প ভেদে অগ্রিম আয়করের বিষয়টি নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads