• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

করদাতা ইউনিট (এলটিইউ)

সংরক্ষিত ছবি

অর্থ ও বাণিজ্য

এপ্রিলে ভ্যাট এলটিইউর রাজস্ব বেড়েছে ৪০%

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ মে ২০১৮

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন মূল্য সংযোজন করের (ভ্যাট) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) এপ্রিলে রেকর্ড রাজস্ব আহরণ করেছে। এ সময় এলটিইউ ৪ হাজার ৭০৯ কোটি টাকার রাজস্ব আয় করেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেশি। ২০১৬-১৭ অর্থবছরের একই সময় এলটিইউর রাজস্ব আয়ের পরিমাণ ছিল ৩ হাজার ৩৫৭ কোটি টাকা।

এ বিষয়ে ভ্যাট এলটিইউ কমিশনার মো. মতিউর রহমান বলেন, সময়োপযোগী কর্মকৌশল গ্রহণ এবং প্রতিষ্ঠান পরিদর্শন, ভ্যাট অডিট ও বকেয়া আদায় কার্যক্রম জোরদার করায় এ বছর রাজস্ব আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে গত মাসে ৪ হাজার ৬৬১ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৪ হাজার ৭০৯ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে।

তিনি বলেন, ‘বছরের শুরুতে আমরা প্রতিষ্ঠানভিত্তিক একটি কৌশলগত কর্মপরিকল্পনা গ্রহণ করি। এর আলোকে প্রতি মাসে দুইবার কর্মপরিকল্পনার অগ্রগতি মনিটরিং করা হয়, যেখানে দাখিলকৃত রিটার্ন পুরোটা পরীক্ষা করে দেখা হয়, তারা রেয়াত সঠিকভাবে বা বেশি নিয়েছে কি না অথবা উৎসে কর দিচ্ছে কি না। এভাবে গত দুই বছরে ২ হাজার কোটি টাকার কর ফাঁকি উদঘাটন করা হয়। এর মধ্যে ১ হাজার ২৬৫ কোটি টাকা ইতোমধ্যে আদায় হয়েছে।’

বকেয়া আদায় কার্যক্রম জোরদার করায় সেখান থেকেও বড় অঙ্কের রাজস্ব এসেছে বলে তিনি জানান।

মতিউর রহমান বলেন, ‘৩ হাজার ২৪ কোটি টাকার মামলা চলমান রয়েছে। আশা করছি, উচ্চ আদালতের সহযোগিতায় সেটা আদায় করতে পারব। চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে এলটিইউ ৩৬ হাজার ৬ কোটি টাকার রাজস্ব আয় করেছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads