• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
হবিগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে

প্রতীকী ছবি

অর্থ ও বাণিজ্য

হবিগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ জুন ২০১৮

হবিগঞ্জ পৌর এলাকার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

গতকাল শনিবার দুপুরে পরিচালিত এ অভিযানে শায়েস্তানগর এলাকায় ঢাকনাবিহীন অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার প্রস্তুত ও বিক্রির অপরাধে শাহজালাল রেস্টুরেন্টকে ১ হাজার, মধুকানন রেস্টুরেন্টকে ৫০০, মুহিবুর স্টোরকে ১ হাজার, সদর হাসপাতাল এলাকার স্বাধীন বাংলা রেস্তোরাঁকে ১ হাজার এবং ওজনে কম দেওয়া, ইফতারে ক্ষতিকর রাসায়নিক দেওয়া, ঢাকনাবিহীন ইফতার বিক্রিসহ একাধিক অপরাধে কোর্ট স্টেশন রোডের জয়দ্বীপ মিষ্টান্নকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদফতরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রায় ৪০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় খোলা আকাশের নিচে ইফতার সামগ্রী বিক্রি না করা এবং ঢাকনা ব্যবহারের জন্য সবাইকে সতর্ক করে দেওয়া হয়। রমজান উপলক্ষে পরিচালিত এই বিশেষ অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও এসআই কামালের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদফতরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও প্যাফ্লেট বিতরণ করা হয়। জনস্বার্থে রমজান মাসের প্রত্যেক কার্যদিবসে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads