• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
ইনোভেশন শোকেজিং’ কর্মসূচি

বাংলাদেশ পর্যটন করপোরেশন প্রথমবারের মতো আয়োজন করেছে এই কর্মসূচি

সংরক্ষিত ছবি

অর্থ ও বাণিজ্য

ইনোভেশন শোকেজিং’ কর্মসূচি

  • প্রকাশিত ০৬ জুন ২০১৮

বাংলাদেশ পর্যটন করপোরেশন প্রথমবারের মতো আয়োজন করেছে ‘ইনোভেশন শোকেজিং’ কর্মসূচি। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজজামান খান কবির। অনুষ্ঠানে আলোচক ছিলেন পাটা বাংলাদেশ চ্যাপটারের সভাপতি ও হোটেল রিজেন্সির নির্বাহী পরিচালক শহীদ হামিদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মানিক মাহমুদ। আরো উপস্থিত ছিলেন এ সংস্থার পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শাহাদাৎ হোসেন, পরিচালক (বাণিজ্যিক ও পরিকল্পনা) আবদুস সবুর মণ্ডল, মহাব্যবস্থাপক, অধ্যক্ষ (এনএইচটিটিআই) এবং সংস্থার বিভিন্ন পর্যায়ের ইউনিট ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্বাগত বক্তব্যে আখতারুজজামান খান কবির ইউনিট ব্যবস্থাপকদের কর্মদক্ষতা মূল্যায়ন, অর্জিত সাফল্য এবং লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন ইনোভেশন কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ ও দিকনির্দেশনা দেন। বিজ্ঞপ্তি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads