• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
কোরবানির পশুর চামড়ার দর আরো কমলো

কোরবানির পশুর চামড়া

সংরক্ষিত ছবি

অর্থ ও বাণিজ্য

কোরবানির পশুর চামড়ার দর আরো কমলো

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ আগস্ট ২০১৮

আসন্ন ঈদুল আজহায় এ বছর কোরবানির গরুর কাঁচা চামড়ার মূল্য (লবণযুক্ত) প্রতি বর্গফুট ঢাকায় ৪৫ থেকে ৫০ টাকা এবং ঢাকার বাইরে ৩৫ থেকে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খাসির কাঁচা চামড়া সারা দেশে ১৮ থেকে ২০ টাকা, বকরির কাঁচা চামড়া সারা দেশে ১৩ থেকে ১৫ টাকা  নির্ধারণ করা হয়েছে। গতকাল বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হাইড অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনসহ চামড়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনা করে কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তাদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি পর্যালোচনা ও কোরবানির পশুর কাঁচা  চামড়ার মূল্য নির্ধারণ, কাঁচা চামড়া সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও প্রচারণা সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন তিনি।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads