• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
জুলাইয়ে ভ্যাট এলটিইউর ২৮৩৬ কোটি টাকা রাজস্ব আয়

চলতি অর্থবছর এলটিইউর মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬০ হাজার ৮১৭ কোটি টাকা

সংগৃহীত ছবি

অর্থ ও বাণিজ্য

জুলাইয়ে ভ্যাট এলটিইউর ২৮৩৬ কোটি টাকা রাজস্ব আয়

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ আগস্ট ২০১৮

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন মূল্য সংযোজন করের (ভ্যাট) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) চলতি অর্থবছরের প্রথম মাসে লক্ষ্যমাত্রার তুলনায় বেশি রাজস্ব আহরণ করেছে। এলটিইউ জুলাইতে ২ হাজার ৫৯৭ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ২ হাজার ৮৩৬ কোটি টাকার রাজস্ব আয় করেছে।

এ বিষয়ে ভ্যাট এলটিইউ কমিশনার মুহাম্মদ মুবিনুল কবীর বলেন, সময়োপযোগী কর্মকৌশল গ্রহণ এবং প্রতিষ্ঠান পরিদর্শন, ভ্যাট অডিট ও বকেয়া আদায় কার্যক্রম জোরদার করায় চলতি বছরের রাজস্ব আয়ের সূচনা ভালো হয়েছে। এর ফলস্বরূপ বছরের প্রথম মাসে লক্ষ্যমাত্রার তুলনায় বেশি রাজস্ব আয়ে সক্ষম হয়েছি।

তিনি জানান, চলতি অর্থবছর এলটিইউর মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬০ হাজার ৮১৭ কোটি টাকা। বছর শেষে এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

মুবিনুল কবীর বলেন, নিয়মিত পরিদর্শন ও অডিটের মাধ্যমে কর ফাঁকি রোধ করা হচ্ছে। যার প্রভাব রাজস্ব আয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে। কোনো প্রতিষ্ঠান যেন কর রেয়াতের অসৎ ব্যবহার করতে না পারে, সেদিকেও সতর্ক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। গত অর্থবছরের জুলাইতে রাজস্ব আয় হয় ৩ হাজার ১৬৮ কোটি টাকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads