• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
সবচেয়ে বেশি দর বেড়েছে আইপিডিসি ফিন্যান্সের

গতকাল শেয়ারটি সর্বশেষ ৪২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়

সংগৃহীত ছবি

অর্থ ও বাণিজ্য

সবচেয়ে বেশি দর বেড়েছে আইপিডিসি ফিন্যান্সের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ আগস্ট ২০১৮

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার সবচেয়ে বেশি দর বাড়া ১০ কোম্পানির তালিকার শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল শেয়ারটি সর্বশেষ ৪২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার  ৭৬১ বারে ৪০ লাখ ৮৪ হাজার ২৩৪টি শেয়ার লেনদেন করে, যার বাজারমূল্য ১৬ কোটি ৮১ লাখ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেড। গতকাল কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল কোম্পানিটির ৬০ লাখ ৪৬ হাজার ৫৯৬টি শেয়ার ২ হাজার ২১৭ বারে লেনদেন হয়, যার বাজার মূল্য ১২ কোটি ৮০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো ইনটেক লিমিটেড, আইটিসি, নর্দার্ন জুট, আরএসআরএম স্টিল, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, পাওয়ার গ্রিড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি ও এইচআর টেক্সটাইল লিমিটেড।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads