• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
চার দিনের সফরে ঢাকায় আইডিবি প্রেসিডেন্ট

ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট ড. বন্দর এমএইচ হাজ্জর

সংগৃহীত ছবি

অর্থ ও বাণিজ্য

চার দিনের সফরে ঢাকায় আইডিবি প্রেসিডেন্ট

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ সেপ্টেম্বর ২০১৮

চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট ড. বন্দর এমএইচ হাজ্জর। সফরে তিনি আইডিবির একটি আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারক ও কর্মকর্তাদের সঙ্গে তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় তিনি ঢাকায় পৌঁছান।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোটেল রেডিসনে এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকায় আইডিবির আঞ্চলিক সদর দফতর উদ্বোধন করবেন। বর্তমানে ঢাকায় এই উন্নয়ন সহযোগী সংস্থার একটি মাঠ প্রতিনিধি দফতর কাজ করে। ঢাকায় আঞ্চলিক সদর দফতর প্রতিষ্ঠার ফলে বাংলাদেশে আইডিবির কর্মকাণ্ড আরো গতিশীল এবং এর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ত্বরান্বিত হবে। বর্তমানে ঢাকা অফিসকে বাংলাদেশে তাদের কার্যক্রমের জন্য জেদ্দা সদর দফতর থেকে চূড়ান্ত অনুমোদন নিতে হয়। ঢাকার আঞ্চলিক দফতরে প্রধানের দায়িত্ব পালন করবেন একজন আঞ্চলিক কেন্দ্র ব্যবস্থাপক। এ দফতর থেকে বাংলাদেশ ছাড়াও সদস্য রাষ্ট্র মালদ্বীপ ও আফগানিস্তনে কার্যক্রম পরিচালনা হবে। পাশাপাশি ঢাকা থেকে ভারত ও মিয়ানমারের মতো অ-সদস্য রাষ্ট্রেও কর্মকাণ্ড পরিচালনা করবে আইডিবি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads