• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

সংগৃহীত ছবি

অর্থ ও বাণিজ্য

নগরীর স্বাস্থ্যসেবায় ৯০০ কোটি টাকা সহায়তা দেবে এডিবি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২০ সেপ্টেম্বর ২০১৮

নগর এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নেওয়া প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ইতোমধ্যে সংস্থার সদর দফতর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত বোর্ড সভায় ১১ কোটি মার্কিন ডলার ঋণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এ সহায়তার পরিমাণ প্রায় ৯০০ কোটি টাকা।

এডিবির ঢাকা আবাসিক মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এসব তথ্য জানানো হয়েছে। এডিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক নগর স্বাস্থ্যসেবা সরবরাহ শীর্ষক কর্মসূচি বাস্তবায়নে ২০১২ সাল থেকে সহায়তা দিয়ে আসছে সংস্থাটি। চলমান কর্মসূচির কাজ শেষ করতে অতিরিক্ত অর্থায়ন হিসেবে ১১ কোটি ডলার দেবে সংস্থাটি। এ বিষয়ে এডিবির সামাজিক খাত বিশেষজ্ঞ ব্র‍্যায়ান চ্যান বলেন, সরকারের স্বাস্থ্যসেবার ঘাটতি আছে নগরের এমন এলাকায় এ প্রকল্পটি শূন্যতা পূরণে ভূমিকা রেখেছে। এর ফলে দরিদ্র পরিবারগুলো উন্নত সেবা পেয়েছে। নতুন অর্থায়নে স্বাস্থ্যসেবা সরবরাহের মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন এডিবির এ কর্মকর্তা।

২০১২ সাল থেকে চলমান প্রকল্পের অভিজ্ঞতা এতে কাজে লাগবে বলে আশা করেন চ্যান। ১৯৯৮ সাল থেকে স্বাস্থ্য খাতে নেওয়া প্রকল্পে মেটানো সম্ভব হয়নি এমন চাহিদা পূরণে বিশেষ অগাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি। এডিবি জানায়, স্বাস্থ্য খাতে সরকারের সঙ্গে বেসরকারি খাতের অংশীদারিত্বের মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। এটি দক্ষিণ এশিয়ায় পিপিপি ভিত্তিতে স্বাস্থ্য খাতের প্রথম প্রকল্প। মূল প্রকল্পে এডিবি নিজেদের তহবিল থেকে ৫ কোটি ডলার ঋণ দেওয়ার পাশাপাশি ২ কোটি ডলার সহায়তা সংগ্রহ করে দিয়েছিল। এডিবি জানায়, ২০১২ সালে নেওয়া প্রকল্পটি দেশের ১০ সিটি ও চার পৌরসভায় বাস্তবায়ন হচ্ছে। ২০১৫ সালের পুনর্মূল্যায়নে প্রকল্পটির আওতায় ২ কোটি ৩০ লাখ মানুষকে সেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেবাগ্রহীতাদের ৭৪ শতাংশই নারী। এডিবি জানায়, সংস্থাটির প্রতিশ্রুত বাড়তি সহায়তায় প্রকল্পের মেয়াদ ৫ বছর বাড়বে। নতুন এক সিটি করপোরেশনের পাশাপাশি ১০ পৌরসভা আসবে প্রকল্পের আওতায়। এর ফলে প্রজনন সংশ্লিষ্ট আটটি নতুন সেবা চালু হবে। স্থাপন হবে ২৪ প্রাথমিক স্বাস্থ্য সেবাকেন্দ্র।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads