• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮

প্রতীকী ছবি

অর্থ ও বাণিজ্য

বিশ্বব্যাংকের প্রতিবেদন

দারিদ্র্য বিমোচনে নেতৃত্ব দিচ্ছে দক্ষিণ এশিয়া

  • জাহিদুল ইসলাম
  • প্রকাশিত ২২ সেপ্টেম্বর ২০১৮

২০১৩ সাল থেকে পরবর্তী দুই বছরে বিশ্বে অতিদরিদ্র মানুষের সংখ্যা কমেছে ৬ কোটি ৮৩ লাখ। এ সময়ে বিশ্বে ৮০ কোটি ৪২ লাখ থেকে কমে চরম দরিদ্র মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ কোটি ৫৯ লাখে। এর মধ্যে দক্ষিণ এশিয়ায় দরিদ্র মানুষের সংখ্যা কমেছে ৫ কোটি ৮১ লাখ। এ হিসাবে দুই বছরে দারিদ্র্য জয় করা মানুষের ৮৫ শতাংশের বেশি দক্ষিণ এশিয়ায়। এ অঞ্চলের বাইরে থেকে দারিদ্র্য জয় করেছে ১ কোটি ২ লাখ মানুষ। বহুজাতিক দাতা সংস্থা বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, মোট জনসংখ্যার তুলনায় বিশ্বব্যাপী অতিদরিদ্র মানুষের সংখ্যা খুব বেশি নয়। তবে অতিদারিদ্র্য থেকে মুক্তির হার সাম্প্রতিক সময়ে কমে আসছে। ফলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য বিমোচনের লক্ষ্য অর্জন দিনে দিনে কঠিন হয়ে পড়ছে। প্রতিবেদনটিতে দারিদ্র্য বিমোচনের হার কমে আসায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি দরিদ্রদের অনুকূলে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে এতে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী অতিদারিদ্র্যের হার ২০১৫ সালেই ১০ শতাংশে নেমে এসেছে। বৈশ্বিক প্রেক্ষাপটে দারিদ্র্য বিমোচনে এটি একটি রেকর্ড। ২০১৩ সালে বিশ্বে অতিদারিদ্র্যের হার ছিল ১১ দশমিক ২০ শতাংশ। সর্বশেষ হিসাবে সরাবিশ্বে এখন ৭৩ কোটি ৫৯ লাখ অতিদরিদ্র মানুষ বাস করছেন। ২০১৩ সালে বিশ্বে অতিদরিদ্র মানুষ ছিল ৮০ কোটি ৪২ লাখ। দুই বছরে বিশ্বে অতিদরিদ্র মানুষ কমেছে ৬ কোটি ৮৩ লাখ। চরম দরিদ্র মানুষের সংখ্যা কমে এলেও এর গতি ধীর হয়ে আসছে।

প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, বিশ্বের অর্ধেকের বেশি দরিদ্র মানুষের বসবাস সাব-সাহারান আফ্রিকা অঞ্চলে। অঞ্চলটির ৪১ দশমিক ১০ শতাংশ মানুষ এখন অতিদরিদ্র। সংখ্যার হিসাবে এর পরিমাণ ৪১ কোটি ৩৩ লাখ। ২০১৩ সালে সাব-সাহারান আফ্রিকা অঞ্চলে দরিদ্রের সংখ্যা ছিল ৪০ কোটি ৫১ লাখ। শতকরা হিসাবে দারিদ্র্যের হার সাড়ে ৪২ শতাংশ থেকে সামান্য কমলেও মোট সংখাটি বেড়েছে।

দক্ষিণ এশিয়ায় দরিদ্র মানুষের সংখ্যা ২৭ কোটি ৪৫ লাখ থেকে কমে দাঁড়িয়েছে ২১ কোটি ৬৪ লাখে। এ সময়ে দক্ষিণ এশিয়ায় ১৬ দশমিক ২০ শতাংশ থেকে কমে অতিদারিদ্র্যের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৪০ শতাংশে। এ হিসাবে দক্ষিণ এশিয়ায় দুই বছরে চরম দারিদ্র্য জয় করেছে ৫ কোটি ৮১ লাখ মানুষ। এ হিসাবে দুই বছরে দারিদ্র্য জয় করা মানুষের ৮৫ শতাংশের বেশি দক্ষিণ এশিয়ায়। এ অঞ্চলের বাইরে থেকে দারিদ্র্য জয় করা মানুষের সংখ্যা ১ কোটি ২ লাখ।

পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে দুই বছরে অতিদারিদ্র্যের হার ৩ দশমিক ৬ শতাংশ থেকে নেমে এসেছে ২ দশমিক ৩ শতাংশে। অতিদরিদ্র মানুষের সংখ্যা ৭ কোটি ৩১ লাখ থেকে নেমেছে ৪ কোটি ৭২ লাখে। ইউরোপ ও মধ্য এশিয়ায় ১ দশমিক ৬ শতাংশ থেকে কমে দারিদ্র্যের হার ঠেকেছে দেড় শতাংশে। অতিদরিদ্র মানুষের সংখ্যা নেমে এসেছে ৭১ লাখে।

ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলোতে ২ কোটি ৫৯ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে আছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। ২০১৩ সালে ওই অঞ্চলে দরিদ্র মানুষের সংখ্যা ছিল ২ কোটি ৮০ লাখ। এ সময়ে দারিদ্র্যের হার ৪ দশমিক ৬০ শতাংশ থেকে নেমে এসেছে ৪ দশমিক ১০ শতাংশে।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় সাম্প্রতিক সময়ে দারিদ্র্যের হার অনেক বেড়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থার হিসাবে ওই অঞ্চলে বর্তমানে ৫ শতাংশ মানুষ অতিদরিদ্র। ২০১৩ সালে এর হার ছিল ২ দশমিক ৬০ শতাংশ। একই সময়ে তেলসমৃদ্ধ অঞ্চলটিতে দরিদ্র মানুষের সংখ্যা ৯৫ লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৮৬ লাখে।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এ বিষয়ে এক বিবৃতিতে বলেন, গত ২৫ বছরে শত কোটির বেশি মানুষ অতিদারিদ্র্যের বাধা অতিক্রম করেছে। বিশ্বে এখন চরম দরিদ্র মানুষের সংখ্যা অতীতের যেকোনো সময়ের চাইতে কম। বর্তমান মানব প্রজন্মের এটা অনেক বড় একটা অর্জন। তবে ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য দূর করতে হলে আমাদের আরো অনেক বেশি বিনিয়োগ করতে হবে। বিনিয়োগে মানব সম্পদ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে। এখনো দারিদ্র্যের সীমায় থাকা লোকজনের উন্নয়নে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।

বিশ্বব্যাংক সূত্র জানায়, দারিদ্র্য ও সম্ভাবনা শীর্ষক প্রতিবেদনটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী ১৭ অক্টোবর দারিদ্র্য বিমোচন দিবসে প্রতিবেদনটি প্রকাশ করা হবে। এতে বলা হয়েছে, বিশ্বের অর্ধেকের বেশি দেশে দারিদ্র্যের হার এখন ৩ শতাংশের কম। তবে বিশ্বের সব দেশ ২০৩০ সালে দারিদ্র্য বিমোচনের পর্যায়ে নেই। ১৯৯০ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রতিবছর দারিদ্র্যের হার এক শতাংশীয় পয়েন্ট করে কমেছে। এ সময়ে ৩৬ শতাংশ থেকে অতিদরিদ্রের হার নেমেছে ১০ শতাংশে। তবে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত দুই বছরে দারিদ্র্য কমেছে মাত্র ১ শতাংশীয় পয়েন্ট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads