• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ডুয়িং বিজনেস সূচকে তলানিতেই বাংলাদেশ

সংগৃহীত ছবি

অর্থ ও বাণিজ্য

ডুয়িং বিজনেস সূচকে তলানিতেই বাংলাদেশ

  • জাহিদুল ইসলাম
  • প্রকাশিত ০১ নভেম্বর ২০১৮

ব্যবসা-বাণিজ্যের পরিবেশ (ডুয়িং বিজনেস) সূচকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে শীর্ষ ১০০তম অবস্থানে তুলে আনতে ২০১৬ সালে বড় ধরনের সংস্কার উদ্যোগ নেয় সরকার। এর অংশ হিসেবে ১৫ সদস্যের ন্যাশনাল কমিটি ফর মনিটরিং ইমপ্লিমেন্টেশন অব ডুয়িং বিজনেস রিফর্মস (এনসিএমআইডি) নামে জাতীয় কমিটি গঠন করা হয়। এক ছাতার নিচে সব ধরনের সেবা নিশ্চিত করতে ‘ওয়ানস্টপ সার্ভিস বিল’ পাস হয় জাতীয় সংসদে। বিদ্যুতের সরবরাহ বৃদ্ধি, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি, ১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ, যোগাযোগ অবকাঠামো খাতে বড় প্রকল্প বাস্তবায়নেরও উদ্যোগ নেওয়া হয়। ধারাবাহিক উদ্যোগ সত্ত্বেও ডুয়িং বিজনেস সূচকে তলানিতেই রয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাংকের তৈরি করা ২০১৯ সালের ডুয়িং বিজনেস সূচকে বাংলাদেশের অবস্থান ১৭৬তম। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৭৭তম। বহুমুখী উদ্যোগে এক বছরে উন্নতি হয়েছে মাত্র ১ ধাপ।

বিশ্বব্যাংক সূত্র জনায়, সংস্থার ডুয়িং বিজনেস ২০১৯ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশের অপেক্ষায় রয়েছে। ১০০ পয়েন্টের মধ্যে ৪১ দশমিক ৯৭ পেয়ে বাংলাদেশের অবস্থান ১৭৬তম। এবার গত বছরের চেয়ে দশমিক ৯৭ পয়েন্ট বেশি পেয়েছে বাংলাদেশ। ২০১৭ সালেও বাংলাদেশের অবস্থান ছিল ১৭৬তম। আর ২০১৬ সালে এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৭৮তম। এ হিসাবে তিন বছরে ডুয়িং বিজনেস সূচকে বাংলাদেশ মাত্র দুটি দেশকে অতিক্রম করতে পেরেছে।

কয়েক বছরের ধারাবাহিকতায় এবারো ডুয়িং বিজনেস সূচকে দক্ষিণ এশিয়ায় পেছনের দিকে রয়েছে বাংলাদেশ। ১৭১তম অবস্থান এ অঞ্চলের শীর্ষে থাকা ভারত ১৯০ দেশের মধ্যে ৭৭তম অবস্থানে আছে। এ অঞ্চলের ভুটান ৮১তম ও শ্রীলঙ্কা ১০০তম অবস্থানে আছে। এ ছাড়া নেপাল ১১০তম, পাকিস্তান ১৩৬তম, মালদ্বীপ ১৩৯তম অবস্থান নিয়ে বাংলাদেশের ওপরে রয়েছে। সার্কভুক্ত দেশের মধ্যে একমাত্র মিয়ানমার ১৭১তম অবস্থান নিয়ে বাংলাদেশের পেছনে আছে।

জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, এবার বিদ্যুৎপ্রাপ্তি, জমির নিবন্ধন ও কর প্রদানের সূচকে বাংলাদেশ কয়েক ধাপ এগিয়েছে। এরপরও এই তিন সূচকে বাংলাদেশের অবস্থান তালিকার শেষের দিকে। বড় ধরনের অবনতি হয়েছে নতুন ব্যবসা শুরুর সূচকে। সরকারের শীর্ষ পর্যায়ের ভিশন ও উদ্যোগের তুলনায় এক ধাপ অগ্রগতি সন্তোষজনক নয়। আইন হলেও ওয়ানস্টপ সার্ভিস কার্যকর হয়নি। ১০০ অর্থনৈতিক অঞ্চলও এখনো আলোচনার টেবিলে আছে। কিছুটা উন্নতি হলেও বিদ্যুতের সরবরাহ পর্যাপ্ত নয়। সরকারের উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আন্তরিকতা বাড়লে পরিস্থিতির উন্নতি হবে বলেও তিনি মনে করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads