• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ শুরু আগামী সোমবার

লোগো বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ

অর্থ ও বাণিজ্য

বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ শুরু আগামী সোমবার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ নভেম্বর ২০১৮

বিশ্বের ১৭০টি দেশে উদ্যোক্তাদের উৎসাহিত করতে প্রতিবছর ‘বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ’ পালিত হয়ে আসছে। বাংলাদেশেও ২০১৫ সাল থেকে এ আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আগামী ১২ থেকে ১৭ নভেম্বর সপ্তাহব্যাপী বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ-২০১৮ পালিত হবে এ বিশ্ববিদ্যালয়ে।

এ উপলক্ষে গতকাল মিট দ্য প্রেস অনুষ্ঠানে জানানো হয় বাংলাদেশ সরকারের এ টু আই প্রকল্পের পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম দিনে এ সপ্তাহের উদ্বোধন করবেন। সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালায় বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক আলোচনা সভা, সেমিনার, কর্মশালা, দেশের প্রতিভাবান তরুণদের মাঝে ব্যবসা প্রস্তাবনা প্রতিযোগিতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্যোক্তা সম্মেলনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিশ্ব উদ্যোক্তা সপ্তাহের বিস্তারিত তুলে ধরেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য হামিদুল হক খান ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান। অনুষ্ঠানে বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান, এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ শিবলী শাহরিয়ার প্রমুখ। হামিদুল হক খান বলেন, কলোনিয়াল যুগ থেকেই আমাদের মাথার মধ্যে চাকরি করার ধারণা পাকাপোক্ত হয়ে আছে। এ ধারা ভাঙতে হবে। কারণ একটি দেশ শুধু চাকরিজীবী দিয়ে উন্নতি করতে পারে না। দেশের সামগ্রিক উন্নতির জন্য প্রচুর উদ্যোক্তা প্রয়োজন।

তিনি বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রথম ও একমাত্র ‘এন্ট্রাপ্রেনারশিপ’ বিভাগ চালু করাসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ উদযাপন সেই উদ্যোগেরই অংশ। এ সপ্তাহ উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা জাগ্রত হবে বলে আশা করছি।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের মুনির হাসান বলেন, পৃথিবীর ১৭০টি দেশে বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ পালিত হবে। বাংলাদেশে উদ্যোক্তা সপ্তাহ উদযাপনের জন্য বেছে নেওয়া হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে, কারণ এই বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের জন্য এন্ট্রাপ্রেনারশিপ বিভাগ রয়েছে। উদ্যোক্তা উন্নয়নে এটি বিরাট প্রশংসনীয় এক উদ্যোগ। ২০১৫ সাল থেকে বাংলাদেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সপ্তাহব্যাপী বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ উদযাপন করে আসছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads