• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
এসোসিও’র সেরা ব্যবহারকারীর পদক পেয়েছে বিজিএমইএ

লোগো বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশেন (বিজিএমইএ)

অর্থ ও বাণিজ্য

এসোসিও’র সেরা ব্যবহারকারীর পদক পেয়েছে বিজিএমইএ

শ্রমিকদের বায়োমেট্রিক তথ্যভাণ্ডার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ নভেম্বর ২০১৮

পোশাক শ্রমিকদের বায়োমেট্রিক তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগের স্বীকৃতি হিসেবে ২৪ দেশের কম্পিউটিং সংগঠন এসোসিও কর্তৃক বছরের সেরা ব্যবহারকারী পদক পেয়েছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশেন (বিজিএমইএ)। সম্প্রতি জাপানের টোকিওতে অনুষ্ঠিত এসোসিও ডিজিটাল মাস্টার্স সামিটে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমানের হাতে পদক তুলে দেন এসোসিও চেয়ারম্যান ডেভিড ওয়াং। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বিজিএমইএ। এতে বলা হয়, বিজিএমইএ শ্রমিকদের নিবন্ধনের আওতায় আনতে বায়োমেট্রিক আইডেন্টিটি অ্যান্ড ওয়ার্কার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (ওয়ার্কার ডেটাবেজে) শীর্ষক সফটওয়্যার ব্যবহার করছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজিএমইএ’র সহসভাপতি (অর্থ) মোহাম্মদ নাসির এবং সফটওয়্যার প্রস্তুত ও রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠানের পক্ষে সিসটেক ডিজিটাল লিমিটেডের প্রধান নির্বাহী এম রাশিদুল হাসান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলের ২৪টি দেশ নিয়ে এশিয়ান-ওশেনিয়া কম্পিউটিং ইন্ডাস্ট্রি অরগানাইজেশন (এসোসিও) গঠিত। প্রতিবছর ২৪টি দেশ হতে মনোনীত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও প্রজেক্টকে চারটি ক্যাটাগরিতে এসোসিও এই বিরল সম্মাননা দিয়ে থাকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৩ সালে বায়োমেট্রিক আইডেন্টিটি অ্যান্ড ওয়ার্কার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (ওয়ার্কার ডেটাবেজ) সফটওয়্যার বাংলাদেশে বাস্তবায়ন শুরু হয়। এর মাধ্যমে ফ্যাক্টরির সব শ্রমিকের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট, ছবি, চাকরি ও অনান্য সব তথ্য স্থানীয় ও ক্লাউড সার্ভারে অন্তর্ভুক্ত করা হচ্ছে। সার্ভিস বুক, ইন্স্যুরেন্স, ইউডি, ক্যাশ ইনসেনটিভ ও অন্যান্য কাজের জন্য এই তথ্য ভাণ্ডার তৈরি পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাই এক ক্লিকে সব ধরনের তথ্য পাবেন।

এতে আরো বলা হয়, বর্তমানে সারা দেশে বিজিএমইএ’র সদস্য ২ হাজার ৩০০ কারখানার ৩৫ লাখ শ্রমিকের জন্য এই সফটওয়্যার প্রতিদিন ব্যবহার করে থাকেন। বিশ্বে তথা দক্ষিণ এশিয়ায় অনন্য এই সফটওয়্যার সিস্টেমটির কারিগরি সহায়তা, উন্নয়ন, স্থাপন, প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ করেছে দেশীয় প্রতিষ্ঠান টাইগার আইটি বাংলাদেশ ও সিসটেক ডিজিটাল লিমিটেড।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads