• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
অবকাঠামো নির্মাণে ৫ বছরে লাগবে ২৬ লাখ কোটি টাকা

মেট্রোরেলের কাজ এগিয়ে চলছে

ছবি: বাংলাদেশের খবর

অর্থ ও বাণিজ্য

অবকাঠামো নির্মাণে ৫ বছরে লাগবে ২৬ লাখ কোটি টাকা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১২ নভেম্বর ২০১৮

বাংলাদেশের অবকাঠামো খাতের উন্নয়নে পাঁচ বছরে বিনিয়োগ করতে হবে ৩২০ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৬ লাখ ২৫ হাজার কোটি টাকা। এ প্রয়োজন মেটাতে বাংলাদেশের পাশে থাকতে চায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এরই অংশ হিসেবে বিনিয়োগ নীতিমালায় সংস্কার আনছে সংস্থাটি। প্রকল্প বাস্তবায়নের জটিলতা দূর করতে বাড়ানো হয়েছে এডিবির ঢাকা অফিসের ক্ষমতা। গতকাল রোববার এক সেমিনারে এসব তথ্য জানানো হয়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ব্যবসায়িক সম্ভাবনাবিষয়ক সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বক্তব্য দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ভারপ্রাপ্ত সচিব মনোয়ার আহমদ ও এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। 

মনমোহন প্রকাশ অনুষ্ঠানে বলেন, দ্রুত প্রবৃদ্ধির সঙ্গে বিনিয়োগের জন্য  বাংলাদেশ এখন খুবই সম্ভাবনাময় দেশ হয়ে উঠছে। এখানে বিনিয়োগের জন্য এরই মধ্যে চীন, জাপানসহ অন্য দেশগুলো এগিয়ে আসছে। বিনিয়োগকারীদের জন্য সুযোগ করে দিতে এডিবি এদেশের সড়ক, রেল, সেতু, জ্বালানি, আঞ্চলিক সংযোগ, বিপুল বিনিয়োগে আগ্রহী। তিনি আরো বলেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশের অবকাঠামোতে ৩২০ বিলিয়ন ডলার লাগবে। প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই দ্রুত অর্থ ছাড় দেওয়া সম্ভব হবে। মানসম্মত ও অভিজ্ঞ ঠিকাদার ও পরামর্শক নিয়োগ দেওয়া গেলে দ্রুত সময়ে বাস্তবায়ন শেষ করা যাবে। এর মাধ্যমে টেকসই বাংলাদেশ গড়ে তোলা সহজ হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে বাংলাদেশকে দীর্ঘদিন ধরে সহায়তা দিয়ে আসছে এডিবি। বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে  পরেরবার আওয়ামী লীগ সরকার আসলে কাজ করে যাবে। রোহিঙ্গা ইস্যুতে  আর্থিক সহায়তা দিয়ে পাশে থাকায় এডিবির প্রশংসা করেন তিনি। তিনি আরো বলেন, একটা সময় বাংলাদেশের রফতানি ছিল মাত্র ৩৪ কোটি ৪০ লাখ ডলার। গত বছর রফতানি আয় বেড়ে ৩৬ দশমিক ৬৭ বিলিয়ন ডলার হয়েছে। ২০৪১ সালে রফতানি আয় বেড়ে হবে ৬০ বিলিয়ন ডলার। এ কারণে সত্যিকারভাবেই বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads