• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
 সাত বছরে ১০৬ কোটি টাকার রাজস্ব আদায়

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস

সংগৃহীত ছবি

অর্থ ও বাণিজ্য

চাঁদপুর পাসপোর্ট অফিস

সাত বছরে ১০৬ কোটি টাকার রাজস্ব আদায়

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২০ নভেম্বর ২০১৮

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে গত সাত বছরে ১০৬ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে। এমআরপির  মেশিন রিডেবল পাসপোর্টের মাধ্যমে ২০১১ সাল থেকে ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত ১০৬ কোটি ১৩ লাখ টাকার বেশি রাজস্ব আয় করে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস। এ সময়ে পাসপোর্ট ইস্যু হয়েছে ৩ লাখ ৩০ হাজার।

এ বিষয়ে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ তাজ বিল্লাহ বাংলাদেশের খবরকে জানান, কয়েক মাস আগে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগদানের পর থেকে পাসপোর্ট অফিসে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দালালমুক্ত রাখতে এবং রাজস্ব বাড়াতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। এক্ষেত্রে জনগণকে সচেতন করতে জেলার ৮ উপজেলায় বিভিন্নভাবে প্রচার করা হয়েছে। অফিসে গেট থেকে সহকারী পরিচালক পর্যন্ত গ্রাহকদের সহজে সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অফিসে পাসপোর্টের আবেদনকারী ছাড়া অন্য কারো প্রবেশ সীমিত করা হয়েছে।

তাজ বিল্লাল আরো জানান, এতে ভালো ফল পাওয়া গেছে। একদিকে গ্রাহকরা ভোগান্তি মুক্ত হয়েছেন। অন্যদিকে সরকারি রাজস্বও বেড়েছে অনেক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads