• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়

সংগৃহীত ছবি

অর্থ ও বাণিজ্য

শেরপুর চেম্বার নির্বাচন

সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়

  • শেরপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ ডিসেম্বর ২০১৮

শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। এ নির্বাচনে তিনটি গ্রুপে ১৯ পরিচালকের মধ্যে ১৬ পদেই জয়ী হয়েছেন সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রার্থীরা। অন্য তিন পরিচালক পদে সাধারণ গ্রুপ থেকে বিজয়ী হয়েছেন তিনজন স্বতন্ত্র প্রার্থী।

গত শুক্রবার রাতে ভোট গণনা শেষে শনিবার নির্বাচনের ওই ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট নারায়ণ চন্দ্র হোড়। এদিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ ঘোষিত সভাপতি পদে সাবেক সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান রওশন, সিনিয়র সহ-সভাপতি পদে সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত ও সহ-সভাপতি পদে আরিফ হোসেনই নির্বাচিত হতে যাচ্ছেন। নির্বাচিত ১৯ পরিচালকের ভোটে ওই ৩ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত ফল অনুযায়ী ট্রেড গ্রুপে দুই পরিচালক পদে প্রকাশ দত্ত (২২ ভোট) ও অজয় কুমার চক্রবর্তী জয় (১৯ ভোট), সাধারণ গ্রুপে বারো পরিচালক পদে আসাদুজ্জামান রওশন (১০০৩ ভোট), তৌহিদুর রহমান পাপ্পু (৯৫৮ ভোট), আরিফ হোসেন (৯৫২ ভোট), বশিরুল ইসলাম সেলু (৯২২ ভোট), ওয়ালিদ বিন ফেরদৌস লোটাস (স্বতন্ত্র) (৯২১ ভোট), মনির উদ্দিন আহমেদ (৯০৮ ভোট), গোপাল চন্দ্র সাহা (৮৪৭ ভোট), আরিফুল কবীর আপেল (স্বতন্ত্র) (৮৩২ ভোট), নির্মল কুমার সাহা (৭৮৫ ভোট), রফিকুল ইসলাম (স্বতন্ত্র) (৭৪২ ভোট), লায়েছুর রহমান দারা (৭০৫ ভোট) ও বাহারাম বাদশা (৬৯৬ ভোট) এবং সহযোগী গ্রুপে পাঁচ পরিচালক পদে খুরশিদ আলম মিঠু (৫৩৬ ভোট), রাজন সরকার রাজু (৫৩৫ ভোট), অটলেশ মালাকার (৪৮৩ ভোট), শুভ্র সাহা বাবন (৪৮০ ভোট) ও চন্দন কুমার সাহা (৪২২ ভোট) নির্বাচিত হয়েছেন। শুক্রবার শহরের নিউমার্কেটের নতুন ভবনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত (নামাজের বিরতি বাদে) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ট্রেড গ্রুপের ২৩ ভোটারের মধ্যে ২৩ জনই, সাধারণ গ্রুপে ১২৮০ ভোটারের মধ্যে ১১৯৪ জন ও সহযোগী গ্রুপের ৬৬৭ ভোটারের মধ্যে ৬৪৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১৯ পদে একজন নারীসহ ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট ইমাম হোসেন ঠাণ্ডু ও অধ্যাপক মুশফিকুজ্জামান সেলিম। এদিকে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, আহ্বায়ক ফখরুল মজিদ খোকন ও সদস্য সচিব শামীম হোসেন ব্যবসায়ী-ভোটারসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads