• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
২০১৮ সালে ঢাকায় জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৬ শতাংশ: ক্যাব

সংগৃহীত ছবি

অর্থ ও বাণিজ্য

২০১৮ সালে ঢাকায় জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৬ শতাংশ: ক্যাব

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ জানুয়ারি ২০১৯

রাজধানীর খুচরা বাজার ও বিভিন্ন সেবার দাম বিশ্লেষণ করে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলেছে, বিদায়ী বছরে ঢাকায় জীবনযাত্রার ব্যয় ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আজ শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে জীবনযাত্রার ব্যয়ের এ হিসাব প্রকাশ করেন ক্যাব সভাপতি গোলাম রহমান।

তবে শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত ব্যয় বাদ দিয়ে জীবনযাপনের ব্যয় সংক্রান্ত এই প্রতিবেদনটি করা হয়েছে বলে জানান তিনি।

ক্যাব সভাপতি বলেন, রাজধানীর ১৫টি খুচরা বাজার ও বিভিন্ন সেবার মধ্য থেকে ১১৪টি খাদ্যপণ্য, ২২টি নিত্যব্যবহার্য সামগ্রী ও ১৪টি সেবাখাতের তথ্য পর্যালোচনা করে ক্যাব এই হিসাব করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads