• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কুমিল্লায় খামারিদের গরুতে কোরবানির চাহিদা মেটানো সম্ভব

কুমিল্লায় খামারিদের গরুতে কোরবানির চাহিদা মেটানো সম্ভব

ছবি : বাংলাদেশের খবর

অর্থ ও বাণিজ্য

কুমিল্লায় খামারিদের গরুতে কোরবানির চাহিদা মেটানো সম্ভব

  • কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ০১ আগস্ট ২০১৯

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে কুমিল্লার ১৭টি উপজেলায় ৩২ হাজার খামারি গরু মোটাতাজাকরণে অর্থ বিনিয়োগ করেছেন। তবে ভারত থেকে গরু না আসালে এ বছর গরুতে ভালো লাভ হবে, এমটি আশা করছেন গরুর খামারীরা। আর জেলা প্রানীসম্পদ কর্মকর্তার মতে এখানকার খামারিদের গরু দিয়ে চলতি বছর চাহিদা মেটানো সম্ভব।

খামার মালিকরা দিন রাত পরিশ্রম করে এসব গরুর পরিচর্যা করছেন। দেশীয় প্রযুক্তিতে প্রাকৃতিক খাবার খাইয়ে এসব গরু লালন পালন করতে গিয়ে অনেক বিনিয়োগ করতে হয়েছে তাদের। আসন্ন ঈদ বাজারে সীমান্ত পথে ভারত ও মায়ানমার থেকে গরু না আসলে কিছুটা লাভবান হবে বলে জানান খামারীরা।

জেলা প্রাণিসম্পদ কমকর্তা মোঃ নজরুল ইসলাম বলছেন, এ জেলার গরু দিয়ে কোরবানির পশুর চাহিদা পূরণ করতে পারবে। কোরবানীর পশুর হাটগুলোতে ভেটেনারি মেডিকেল টিম দায়িত্ব পালন করবে এবং ক্রেতা বিক্রেতাকে প্রয়োজনে মেডিকেল টিমের সাহায্য নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads